Advertisement

টি-২০ নয়, এখন ‘ওয়ানডে’ খেলতে চান বিসিবি সভাপতি

নয়াদিগন্ত

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল |ইন্টারনেট
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল |ইন্টারনেট

বাংলাদেশ ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। তবে বিসিবি’র সভাপতি হয়ে ঘোষণা দিয়েছিলেন টি-টোয়েন্টি খেলার। কিন্তু সময় বলছে, সুযোগ থাকলে ওয়ানডে খেলতেও আগ্রহী বুলবুল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আলোচনা। আগামী অক্টোবরে নির্ধারিত এই নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে গুঞ্জন চলছে।

তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, বর্তমান সভাপতি তবে কী করবেন? গত ৩০ মে দায়িত্ব নেয়ার সময় বুলবুল বলেছিলেন, তিনি ‘টি-টোয়েন্টি’ খেলতে’ এসেছেন। কেবল অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবেই থাকবেন।

তার অন্তর্বর্তীকালীন মেয়াদ শেষ হওয়ার আর মাত্র এক মাসের মতো বাকি। তবে সম্প্রতি নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিজের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন।

আমিনুল ইসলাম বুলবুল বিসিবি নির্বাচনে প্রার্থী হবেন না, তা আগেই জানিয়েছেন। তবে বাংলাদেশ ক্রিকেটকে ছেড়ে যেতে চাচ্ছেন না এখনই। যদি সুযোগ মেলে, তবে অসম্পূর্ণ কাজগুলো শেষ করতে চান তিনি।

অর্থাৎ নিজের ইনিংসটা হয়তো একটু লম্বাই করতে চাইছেন তিনি। টি-টোয়েন্টি থেকে ওয়ানডেতে বদল আনতে চান কাজের ধরন। তার উপস্থাপিত পরিকল্পনা বলছে, তিনি ক্রিকেটকে এগিয়ে নিতে নতুন কিছু করতে চান।

তবে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নিজ থেকে কোনো চেষ্টা বা তদবির করতে চান না বুলবুল। বিসিবির নির্বাচনে অংশ নেবেন না, এখনো সেটাই বলছেন তিনি। তবে ‘অলিখিত’ সুযোগের অপেক্ষায় আছেন বুলবুল।

সম্প্রতি এক গণমাধ্যমকে বুলবুল জানান, ‘আমার নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই। নির্বাচন করতে যে রসদগুলো লাগে সেটা আমার নেই। আমার কোনো ক্লাবও নেই, আমি কোনো বিভাগ থেকেও আসিনি।’

তবে অলিখিত সেই সুযোগ অর্থাৎ নির্বাচন না করেই যদি সভাপতি হওয়া যায়, তাহলে আপত্তি নেই বুলবুলের। বলা যায়, এখনকার মতো যদি এনএসসি তাকে পরিচালক হিসেবে মনোনীত করে ও সভাপতি বানায়; তবে রাজি আছেন তিনি।

এই প্রসঙ্গে বুলবুল বলেন, ‘আমি কারো কাছে ভোট চাইতে যাব না, কাউকে বলবও না ভাই আমাকে সভাপতি করো। আমাকে যদি মনে করে দেবে (সভাপতির দায়িত্ব), না দিলে নেই। কিছু করার নেই।’

তিনি আরো বলেন, ‘যে কাজগুলোতে হাত দিয়েছি, আমি সবকিছু ছেড়ে দিয়ে এসেছিলাম বাংলাদেশ ক্রিকেটের এই কাজগুলো করার জন্যই। তবে যদি ক্রীড়া পরিষদ বলে ধন্যবাদ, আমি চলে যাব।’

আরও পড়ুন

Lading . . .