প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের সুপ্রিম কোর্টে চার শিক্ষার্থী পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আবেদন করেছে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ বাতিল করার জন্য। সেই আবেদন নাকচ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবাদমাধ্যমে খবর, সুপ্রিম কোর্ট পিআইএল আবেদনটির জন্য ম্যাচটিতে কোনো বাধা আসবে না।
পিআইএল জনস্বার্থে করা এমন একটি আইনি প্রক্রিয়া, যেখানে কোনো ব্যক্তি বা সংগঠন সমাজের একটি বড় অংশ বা সুবিধাবঞ্চিত গোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষার জন্য আদালতের দ্বারস্থ হয়। আইনের চার শিক্ষার্থী এই পিটিশন করেছেন বলে জানা যায়।
পিটিশনটিতে দাবি, দ্রুতই হতে চলেছে ভারত-পাকিস্তানের ম্যাচটি। যেখানে চলতি বছরের এপ্রিলে ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার সেই ভয়াবহ ঘটনা ও ‘অপারেশন সিঁদুর’ এর পর ক্রিকেট মাঠে দুদল। এতে জাতীয় মর্যাদা ক্ষুণ্ন হয় ও ভারতের সাধারণ নাগরিক থেকে সৈন্যদের আত্মদানকেও উপেক্ষা করা হয়।
দুবাইয়ে ভারত নিজেদের প্রথম ম্যাচে খেলেছে ১০ সেপ্টেম্বর। আসরের স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৯ ইউকেটে হারিয়ে এশিয়া কাপের সূচনা করেছে ভারত। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।