এমন এক রেকর্ডের দ্বারপ্রান্তে মুস্তাফিজ, যা বাংলাদেশের কেউই করতে পারেনি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সাকিব আল হাসানকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দ্বারপ্রান্তে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আর মাত্র ১ উইকেট শিকার করলেই এই ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন ফিজ। বাংলাদেশের কোনো বোলারই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারেননি।
জাতীয় দলের তারকা এই পেসার ১১৭ ম্যাচে শিকার করেছেন ১৪৯ উইকেট। সমানসংখ্যক উইকেট পেতে সাকিবের লেগেছিল ১২৯ ম্যাচ। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে ৮ উইকেট রয়েছে মুস্তাফিজের। আজ নিশ্চয়ই উইকেট সংখ্যা বাড়িয়ে নিতে চাইবেন ফিজ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে ১ উইকেট পেলেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন মুস্তাফিজ।
২০১৫ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে পথচলা শুরু হয় মুস্তাফিজের। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করে ২০ রানে ২ উইকেট শিকার করেন তিনি। এরপর বাংলাদেশের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে গেছেন মুস্তাফিজ। সম্প্রতি বল হাতেও দারুণ ছন্দে আছেন ফিজ। এশিয়া কাপে সর্বশেষ দুই ম্যাচে ৩টি করে মোট ৬ উইকেট শিকার করেছেন তিনি।
সাকিবকে সরিয়ে বাংলাদেশের হয়ে শীর্ষে উঠলে বিশ্বের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করবেন মুস্তাফিজ। এর আগে আফগানিস্তানের রশিদ খান (১৭৩ উইকেট), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪ উইকেট) এবং ইশ সৌধি (১৫০ উইকেট) টি-টোয়েন্টিতে ১৫০ বা তার বেশি উইকেট শিকার করেছেন।