লিটনকে কি ঝুঁকি নিয়েই ভারতের বিপক্ষে খেলাবে বাংলাদেশ?
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫
-68d3a78a7fb76.jpg)
ভারতের বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলন সেশনে বড় এক দুঃসংবাদই পেয়েছিল বাংলাদেশ। চোট নিয়ে মাঠের বাইরে যেতে হয়েছিল লিটন দাসকে।
আজ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে প্রশ্ন উঠছে, ঝুঁকি নিয়েই কি লিটনকে ভারতের বিপক্ষে খেলাবে বাংলাদেশ?
সোমবার অনুশীলনে ব্যাটিং করছিলেন লিটন। তখনই চোটটা পেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। লিটন সেদিন পাঁজরে চোট পাওয়ার কারণে পরে আর ব্যাটিং অনুশীলন করতে পারেননি।
তার চোট সারাতে তৎক্ষণাৎ মাঠে ছুটে গিয়েছিলেন ফিজিও বায়েজিদুল ইসলাম আর চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এরপর তিনি বাইরে বসে দলের অনুশীলন দেখেন।
এরপর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অবশ্য জানানো হয়, লিটনের এই চোট গুরুতর কিছুই নয়। তাই ম্যাচ নিয়ে খুব একটা শঙ্কা নেই। দল সূত্রেও জানা যাচ্ছে, বাংলাদেশ অধিনায়ক এখন সুস্থই আছেন।
যার ফলে আজ তার খেলার সম্ভাবনা আছে খুবই। তবে ঝুঁকির বিষয়টা চলে আসে ব্যস্ত সূচির দিকে তাকালে। ভারতের বিপক্ষে ম্যাচটা খেলেই বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। ৩৬ ঘণ্টার ভেতর দুই ম্যাচে খেলতে হবে যখন, তখন মাত্র চোট কাটিয়ে ওঠা একজনকে খেলানো নিশ্চিতভাবেই ঝুঁকির।
ভারতের বিপক্ষে ম্যাচটা অবশ্য অতটা গুরুত্বপূর্ণও নয়। আজ জিতলেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচটার গুরুত্ব একটুও কমবে না। সে ম্যাচে হেরে বসলে নেট রান রেটের কারণে বিদায়ের শঙ্কা থেকেই যাচ্ছে। যার ফলে ভারতের বিপক্ষে ঝুঁকি নিয়ে লিটনকে নামানো যৌক্তিক কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।