বিসিবি’র পরবর্তী সভা সিলেটে, আসতে পারে নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

দেশের ক্রিকেটের সব আকর্ষণ এখন সিলেটের দিকে। একদিকে বাংলাদেশ দল খেলবে মাঠে, অন্যদিকে মাঠের বাইরে বিসিবি নির্বাচনের পরিকল্পনা সাজাবেন বোর্ড কর্তারা। সিলেটে বসবে বিসিবির বিশেষ সভা।
তিন ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে চলে এসেছে নেদারল্যান্ডস। আগামী ৩০ আগস্ট থেকে সিলেটে ডাচদের বিপক্ষে এই সিরিজ শুরু হবে টাইগারদের। ১ ও ৩ সেপ্টেম্বর হবে বাকি দু’ ম্যাচ।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ ও আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের পূর্ব প্রস্তুতি উপলক্ষে এখন সিলেটে চলছে বাংলাদেশ দলের শেষ মুহূর্তের অনুশীলন।
তবে মাঠের ক্রিকেটের মতো মাঠের বাইরেও গরম ক্রিকেট পাড়া। বিসিবি নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে, সরগরম হয়ে উঠেছে সব মহল। নির্বাচনী আমেজ আরো বাড়িয়ে দিতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে বিসিবি।
সিলেটে আগামী ১ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদের পরবর্তী সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অর্থাৎ বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের দ্বিতীয় ম্যাচের দিন বসবে পরিচালনা পর্ষদের এই সভা।
বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এবারের সভার অন্যতম অ্যাজেন্ডা হবে আগামী বোর্ড নির্বাচনের আগে নির্বাচন কমিশন গঠন। তাছাড়া বিসিবি নির্বাচনের দিন তারিখ সংক্রান্ত আলোচনাও হবে সভায়।