প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

এবার ভারতীয় ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশে চলমান টি-টোয়েন্টি লিগে ঘটেছে এই ঘটনা। বুকিদের চিহ্নিত করে এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন বিভাগে অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে লখনৌ পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির একটি সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগের অন্যতম দল ‘কাশী রুদ্র’র ম্যানেজার অর্জুন চৌহান অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহজনক মেসেজ পেয়েছেন তিনি। ‘ভিপস নাকরানি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে মেসেজ করে তাকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়েছে। মেসেজ প্রেরক নিজের পরিচয় দিয়েছেন ‘বড় বুকি’ হিসেবে।
ম্যাচের ফলাফল প্রভাবিত করার জন্য ১ কোটি টাকার প্রস্তাব দিয়েছেন সেই বুকি। একইসাথে চৌহানকে ৫০ লাখ টাকা কমিশন দেয়ার কথাও বলেছেন তিনি। মেসেজ পাওয়ার সাথে সাথে চৌহান বিষয়টি বিসিসিআইয়ের দুর্নীতি দমন বিভাগকে জানান। বোর্ড কর্তাদের অভিযোগের ভিত্তিতে গত ৩১ আগস্ট এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
চৌহান জানিয়েছেন, তাকে শুধু হোয়াটস অ্যাপ কল বা মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখতে বলা হয়েছে। তার সুবিধা মতো ডলার বা নগদে কমিশন দেয়া হবে। ক্রিকেটাররা তার নির্দেশ মতো খেললে ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দেয়ার আশ্বাসও দিয়েছেন সন্দেহভাজন ব্যক্তি।
জানা গেছে, বিসিসিআইয়ের দুর্নীতি দমন বিভাগের পরামর্শ মতো সন্দেহভাজন ব্যক্তির সাথে কিছু সময় পর্যন্ত যোগাযোগ রেখে চলেছেন। প্রযুক্তির সাহায্য নিয়ে সেই ব্যক্তির সাথে চৌহানের সব ফোন কল এবং মেসেজ রেকর্ড করা হয়েছে। সেই নথি তদন্তকারীদের দিয়েছে বিসিসিআইয়ের সংশ্লিষ্ট কর্তারা।
লখনৌ পুলিশের পক্ষে থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভারতের পাবলিক জুয়া আইন এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের যে অ্যাকাউন্ট থেকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এসেছিল, তার সাথে যোগাযোগ রয়েছে এমন সব অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগ। এই প্রতিযোগিতার ফাইনাল আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটিতে ভুবনেশ্বর কুমার, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, দিগ্বেশ রাঠি, মহসিন খান, শিবম মাভির মতো ক্রিকেটাররা খেলছেন।