প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

ভারত আসেনি। তাই নেদারল্যান্ডস সিরিজ। যা আয়োজনে বিসিবির আর্থিক ক্ষতি হয়েছে। এছাড়া মিথ্যা আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপে যাবে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হয়েছে। আজ সফরকারীরাদের হোয়াইটওয়াশ করার ম্যাচ।
প্রথম দুই ম্যাচে টস জিতে কেন ফিল্ডিং নিল বাংলাদেশ, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এই প্রশ্নের সামনে পড়লেন। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ নির্ভর করে দলীয় পরিকল্পনার ওপর। এটা আন্তর্জাতিক ম্যাচ। কেউই পরীক্ষা-নিরীক্ষা করতে চায় না। দলীয় পরিকল্পনা জানি না। আমাদের কোনো নির্দেশনা থাকে না। আমরা চাই দল ভালো খেলুক। তাদের সর্বস্বটা দিক এবং উন্নতি করুক।’
শ্রীলংকায় টি ২০ সিরিজ জয়ের পর পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশ হোম সিরিজ জিতেছে। মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা কম হয়নি। তাই সিলেটের স্পোর্টিং উইকেট বেছে নেয় বিসিবি। কাল প্রেসবক্সে এক সিনিয়র সাংবাদিক জানালেন, বাংলাদেশ নিজেদের সঙ্গেই প্রতারণা করছে। অথচ কন্ডিশন-উইকেট সবই সংযুক্ত আরব আমিরাতের মতো। বোলারদের ধারাবাহিকতা আগেও ছিল। তারা বোলিং নিয়ে যে চ্যালেঞ্জ নিতে হবে, সেই পরীক্ষায় যেতে পারেননি। ব্যাটাররাও নিজেদের পুরো ক্ষমতা দেখাতে পারেননি।
শেষ ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে। সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরতে পারেন শরীফুল ইসলাম।
আরও পড়ুন