প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

‘সাঈদ আনোয়ারের রেকর্ড’ কথাটা শুনলেই মনে পড়ে ভারতের বিপক্ষে ১৯৪ রানের ওই কালজয়ী ইনিংস। সে রেকর্ডটা ভেঙেছে এক যুগ পর। তবে এরপর ওয়ানডে ক্রিকেট প্রথম ডাবল সেঞ্চুরি দেখেছে, এরপর এখন দ্বিশতক তো ডালভাতই হয়ে আছে।
তবে পাকিস্তানের ক্রিকেট পরিমণ্ডলে ‘সাঈদ আনোয়ারের রেকর্ড’ রয়ে গেছে একটা। সে রেকর্ডটাও এখন হুমকির মুখে পড়ে আছে। বাবর আজম যে কোনো মুহূর্তে ভেঙে দিতে পারেন এই রেকর্ড।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টায় ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে দুটি বড় মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় বাবর আজম। পাকিস্তানের তারকা ব্যাটার এই ম্যাচের আগে একদিনের ক্রিকেটে ১৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। শেষটি অবশ্য ২০২৩ সালে নেপালের বিপক্ষে।
ওডিআইতে একজন পাকিস্তানি ব্যাটার হিসাবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে বাবরের দরকার আর মাত্র একটি ১০০। এই রেকর্ড বর্তমানে কিংবদন্তি বাঁ-হাতি সাঈদ আনোয়ারের দখলে। এই ফরম্যাটে তার সেঞ্চুরি ২০টি।
নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে সাঈদ আনোয়ার ওয়ানডে সংস্করণে ২৪৭ ম্যাচ ও ২৪৪ ইনিংসে ২০টি শতক হাঁকিয়েছেন। বাবর এই ম্যাচের আগে ১৩১ ওডিআইতে ১৯টি সেঞ্চুরি করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আর মাত্র দুটি সেঞ্চুরি করলে তিনি ভেঙে ফেলবেন সাঈদ আনোয়ারের রেকর্ড। আরেকটি শতক হাঁকালে ছুঁয়ে ফেলবেন তাকে।
আরেকটি রেকর্ডও হাতছানি দিচ্ছে সাবেক পাকিস্তান অধিনায়ক বাবরকে। ওয়ানডের ইতিহাসে দ্রুততম ২০টি সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার হওয়ার সুযোগ তার সামনে। এই সংস্করণে দ্রুততম ২০টি সেঞ্চুরির রেকর্ড দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার দখলে। এই রেকর্ডের মালিক হয়েছেন তিনি ১০৮ ইনিংসে। পরের স্থানে রয়েছেন ভারতের ব্যাটিং লিজেন্ড বিরাট কোহলি। ২০টি ওডিআই সেঞ্চুরি করতে তার লেগেছে ১৩৩ ইনিংস। বাবর ১৯টি সেঞ্চুরি করেছেন ১২৮ ইনিংসে। নিজের পরের চার ইনিংসে তিনি যদি ২০তম শতক হাঁকান, তাহলে ভেঙে ফেলবেন কোহলির রেকর্ড।
পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি
সাঈদ আনোয়ার-২০ সেঞ্চুরি (২৪৭ ম্যাচ)
বাবর আজম-১৯* সেঞ্চুরি (১৩১ ম্যাচ)
মোহাম্মদ ইউসুফ-১৫ সেঞ্চুরি (২৮১ ম্যাচ)
ফখর জামান-১১ সেঞ্চুরি (৮২ ম্যাচ)
মোহাম্মদ হাফিজ-১১ সেঞ্চুরি (২১৮ ম্যাচ)
আরও পড়ুন