Advertisement

২৭ বলেই জয় নিশ্চিত করল ভারত

যুগান্তর

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

মাত্র ২৭ বল খেলেই জয় নিশ্চিত করল ভারত। আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেল টিম ইন্ডিয়া।

বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের চলতি আসরের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হয় ভারতীয় ক্রিকেট দল।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কুলদীপ যাদবের লেগ স্পিন আর শুভম দুবের গতির মুখে পড়ে ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয় আমিরাত।

দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন আলিশান শরাফু। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ভারতের হয়ে ২.১ ওভারে মাত্র ৭ রানে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। ২ ওভারে ৪ রানে ৩ উইকেট নেন শুভম দুবে।

সহজ টার্গেট তাড়া করতে নেমে এক উইকেট হারিয়ে মাত্র ২৭ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

দলের জয়ে মাত্র ৯ বলে দুই চার আর এক ছক্কায় ২০ রান করে অপরাজিত থাকেন শুভমান গিল। ১৬ বলে দুই চার আর তিন ছক্কায় ৩০ রান করে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। ২ বলে ৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক সূর্যকুমার যাদব।

Lading . . .