বাবরকে পরামর্শ দিয়ে তোপের মুখে হারিস, বাসিত করতে চান লাঠিপেটা
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের স্ট্রাইকরেট বাড়ানোর পরামর্শ দিয়ে ভীষণ চাপে মোহাম্মদ হারিস। সমর্থকদের তোপের মুখে পড়েছেন তিনি। এই ঘটনায় তাকে লাঠিপেটা করতে চেয়েছেন বাসিত আলি!
পাকিস্তান টি-টোয়েন্টি দলের অপরিহার্য সদস্য ছিলেন বাবর আজম। ছিলেন র্যাঙ্কিংয়ের সেরা অবস্থানেও। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ও পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি।
তবে সেই বাবর এখন টি-টোয়েন্টিতে উপেক্ষিত। তাকে ছাড়াই একের পর এক সিরিজ খেলছে পাকিস্তান। এমনকি জায়গা হয়নি আসন্ন এশিয়া কাপের দলেও। যার পেছনের কারণ বাবরের ‘স্ট্রাইকরেট।
নানা সময় বিভিন্নজন তার স্ট্রাইকরেট নিয়ে কথা বলেছেন, প্রশ্ন তুলেছেন। তবে এবার একই মন্তব্য করে যেন ফেঁসে গেলেন মোহাম্মদ হারিস। ‘সিনিয়র’ বাবরকে নিয়ে তার কথা বলা পছন্দ হয়নি অনেকের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হারিস কথা বলেন বাবরের স্ট্রাইকরেট নিয়ে। ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায় হারিস বলছেন, ‘নিঃসন্দেহে বাবর পাকিস্তানের জন্য অনেক কিছু করেছে। কিন্তু নতুন বেঞ্চমার্ক গড়তে চাইলে জুনিয়রদের সুযোগ দিতে হবে। টি–টোয়েন্টিতে দ্রুত খেলতে হবে।’
এই প্রসঙ্গে উপস্থাপকের প্রশ্নের জবাবে আরো কিছু মন্তব্য করেন হারিস। তবে এই বিষয়টা ভালোভাবে নেননি বাসিত আলি। বয়সে-অভিজ্ঞতায় বাবরের অনেক জুনিয়র হয়েও এ ধরনের পরামর্শ দেয়াতে বেজায় চটেছেন তিনি।
ইউটিউব চ্যানেল দ্য গেম প্ল্যানে তিনি বলেন, ‘বাবর আজমের ব্যাটিংয়ে কোথায় উন্নতি করতে হবে, তা নিয়ে কথা বলছে মোহাম্মদ হারিস। ওকে তো লাঠিপেটা করা উচিত। বাবর আজমকে নিয়ে কথা বলার তুমি কে?’
এই সময় বাসিত হারিসের দিকে এভাবে প্রশ্ন ছুড়ে দেন যে ‘বাবর যদি এখনো (পাকিস্তান দলের) অধিনায়ক থাকত, তাহলে কি সে এই কথা বলতে পারত?’
এই অনুষ্ঠানে পাকিস্তানের আরেক সাবেক কামরান আকমলও হারিসের সমালোচনা করেছেন। তিনি মনে করেন, কোথায় কার সম্পর্কে কী বলতে হবে, তা বুঝে মন্তব্য করা উচিত।
এদিকে হারিসকে একহাত নিয়েছেন সাবেক পেসার তানভীর আহমদও। তার ভাষায়, ‘ভাই, আগে নিজের ক্যারিয়ারটা তৈরি করো। বাবরের মতো ওয়ার্ল্ড–ক্লাস ক্রিকেটার নিয়ে মন্তব্য করার মতো বড় খেলোয়াড় তুমি এখনো নও।’
উল্লেখ্য, মোহাম্মদ হারিস এখন পাকিস্তান দলের নিয়মিত মুখ। আছেন এশিয়া কাপ দলেও। তবে এ বছর ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১৫৪.৯৭ স্ট্রাইক রেটে ২৬৫ রান করেছেন হারিস। যদিও শেষ ছয় ম্যাচের একটিতেও তিনি দুই অঙ্ক ছুঁতে পারেননি।
আরও পড়ুন