মোস্তাফিজকে ভারতের বিপক্ষে বিশ্রামে রাখা হোক, চাওয়া গতিদানবের
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫
-68d3ad1ddb96a.jpg)
ভারতের বিপক্ষে খেলার পরদিনই পাকিস্তানের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। টানা দুই দিনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে মরুর দেশ দুবাইয়ের কঠিন আবহাওয়ায়। তাই কাজের চাপ সামলাতে মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের গতিদানব শোয়েব আখতার। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখার কথা বলেছেন তিনি।
শোয়েব আখতার বলেন, ‘অবশ্যই তাদের মূল ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া উচিত। বিশেষ করে মুস্তাফিজকে। আমি ওর দিকে নজর রাখছি। আমি এটা বলছি কারণ পাকিস্তানের বিপক্ষে খেলতে গিয়ে তারা খুব ক্লান্ত হয়ে পড়বে। পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা তো আছেই।’
ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পাওয়া কঠিন বলেই মনে করছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে লড়াই করা তুলনামূলক সহজ হবে বলে জানান আখতার।
সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাজিদ খান মনে করেন, বাংলাদেশ দল ব্যবস্থাপনার জন্যও এটি বড় পরীক্ষা। তিনি বলেন, ‘এটা বাংলাদেশ ম্যানেজমেন্টের জন্য পরীক্ষা। তারা কি ভারতের বিপক্ষে তিন পেসার নামাবে? যদি নামায়, তবে তার পরদিনই পাকিস্তান ম্যাচ। যদি আজ হেরে যায়, তবে পরের ম্যাচটাই হবে সেমিফাইনাল। এটা বড় পরীক্ষা।’
অন্যদিকে মিসবাহ-উল-হক মনে করছেন, শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ের পর ভারতের বিপক্ষেও লড়াই করতে পারে বাংলাদেশ। মিসবাহ বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ কঠিন। তুলনা করলে বোঝা যায় ভারত কতটা এগিয়ে। তবে বাংলাদেশের ইতিবাচক দিক হলো তারা যেভাবে শেষ ম্যাচ খেলেছে। এতে তাদের আত্মবিশ্বাস বেড়েছে। আমি দেখতে চাই, তারা ভারতের বিপক্ষে কেমন খেলে।’
সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক মনে করেন, উইকেট ভালো হলে ভারতকে কাঁপিয়ে দিতে পারে বাংলাদেশ। তিনি বলেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছে। তাদের ভালো উইকেট দরকার। উইকেট ভালো হলে বাংলাদেশ অবশ্যই লড়াই করতে পারবে। কিন্তু যদি উইকেট স্পিন সহায়ক হয়, বল মাঝে মাঝে থেমে আসে, তাহলে তারা লড়তে পারবে না। তবে উইকেট ভালো হলে আমি মনে করি, তারা লড়াই করবে।’