Advertisement

তানজিম-হৃদয়ের প্রশংসা হার্শার, মোস্তাফিজকে

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

তানজিম-হৃদয়ের প্রশংসা হার্শার, মোস্তাফিজকে
তানজিম-হৃদয়ের প্রশংসা হার্শার, মোস্তাফিজকে

এশিয়া কাপের সুপার ফোরে আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত। এই ম্যাচকে ঘিরে উত্তেজনায় ভাসছে দুই দলের সমর্থকরা। ম্যাচের আগে বাংলাদেশের শক্তি ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দিয়েছেন ভারতের খ্যাতনামা ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।

হার্শার মতে, বাংলাদেশের পেস আক্রমণে নতুন মুখ তানজিম সাকিব গুরুত্বপূর্ণ হতে পারেন। তিনি বলেন, ‘আমি তানজিমকে খুব পছন্দ করি। সে একজন ভালো বোলার। তবে বাংলাদেশ এখনো শরিফুল-তাসকিনদের ওপর বেশি নির্ভর করছে। ’

ব্যাটিং লাইনআপ প্রসঙ্গে ভোগলে জানান, সাইফ হাসানের ফর্মে ফেরা ইতিবাচক। তিনি বলেন, ‘সাইফ সম্প্রতি রান পাচ্ছে, যদিও একসময় তাকে কোনো বিপিএল দলই নেয়নি। এখন সে ভালো খেলছে। সাইফ আর তানজিদ ইনিংস ওপেন করতে পারে। ’

তাওহীদ হৃদয়ের পারফরম্যান্সকেও আলাদা করে তুলে ধরেন ভোগলে। তার ভাষায়, ‘চার নম্বরে হৃদয় দারুণ খেলছে। বড় ম্যাচে তার পারফরম্যান্সই বাংলাদেশকে এগিয়ে নিতে পারে। ’

বাংলাদেশি বোলিং আক্রমণের মূল অস্ত্র হিসেবে মোস্তাফিজুর রহমানকে দেখছেন তিনি।

‘আমার কাছে প্লেয়ার টু ওয়াচ মোস্তাফিজ। কারণ সে আবার ছন্দ ফিরে পাচ্ছে। আগের মতো ধার ফিরে এসেছে তার বোলিংয়ে,’ বলেন হার্শা।

শুধু বাংলাদেশ নয়, প্রতিপক্ষ ভারত নিয়েও মত দেন তিনি। সূর্যকুমার যাদবকে ভারতের সবচেয়ে বড় ‘গেম চেঞ্জার’ মনে করেন হার্শা। তার মতে, ‘সূর্যকুমার যাদব যে কোনো পরিস্থিতিতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। ’

সবশেষে বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জের বিষয়টিও তুলে ধরেন তিনি। ভোগলে বলেন, ম্যাচের শুরুতেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা জরুরি। ওপেনারদের রান, হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিং আর মোস্তাফিজ-তাসকিনদের সঠিক ব্যবহারই নির্ধারণ করবে আজকের ম্যাচের ভাগ্য।

এফবি/এমএইচএম

আরও পড়ুন

Lading . . .