Advertisement

থমাসের রেকর্ডে পাকিস্তানি তারকার স্বস্তি

যুগান্তর

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

ওয়েষ্ট ইন্ডিজের ক্রিকেটার ওশান থমাসের লজ্জাজনক রেকর্ডে স্বস্তিতে পাকিস্তানের সাবেক তারকা ওয়াহাব রিয়াজের।

বুধবার বাংলাদেশ সময় ভোরে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে মুখোমুখি হয়েছে সেন্ট লুসিয়া কিংস-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

সেন্ট লুসিয়ায় আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক ইমরান তাহির। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান করেছে গায়ানা। ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড। ৭ নম্বরে নেমে ৩৪ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ৭ ছক্কা।

এই ম্যাচে সেন্ট লুসিয়ার পেসার ওশানে থমাস ৪ ওভারে ৬৩ রানে নিয়েছেন ১ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে এই দলের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড এটি।

এর আগে এই বাজে রেকর্ডটি ছিল ওয়াহাব রিয়াজের। ২০২১ সালের ২৭ আগস্ট জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে ৩ ওভারে ৬১ রান দিয়েও কোনো উইকেট পাননি। চার বছর আগে সেন্ট লুসিয়া কিংস-জ্যামাইকা তালাওয়াস ম্যাচটি হয়েছিল সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্কে।

থমাসের বাজে রেকর্ডের দিনে জয় পেয়েছে তার দল সেন্ট লুসিয়া কিংস। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করে ১১ বল হাতে রেখে ৪ উইকেটে জেতে সেন্ট লুসিয়া। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সেন্ট লুসিয়া কিংসের আকিম আগুস্তে। ৩ নম্বরে নেমে ৩৫ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৩ রান করেছেন আগুস্তে।

টি-টোয়েন্টিতে সেন্ট লুসিয়া কিংসের বোলারদের বাজে বোলিংয়ের রেকর্ড

রান উইকেট প্রতিপক্ষ সাল

ওশানে থমাস ৬৩ ১ গায়ানা ২০২৫

ওয়াহাব রিয়াজ ৬১ ০ জ্যামাইকা ২০২১

কিওন গাস্টন ৫৭ ২ গায়ানা ২০২৫

জেরোম টেলর ৫৫ ১ বার্বাডোজ ২০১৭

শেন ওয়াটসন ৫৫ ০ বার্বাডোজ ২০১৭

Lading . . .