Advertisement

পিচে আগুন, খেলা গড়ায়নি নামিবিয়া-স্কটল্যান্ডের

চ্যানেল আই

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

ম্যাপল লিফ মাঠে দুদল
ম্যাপল লিফ মাঠে দুদল

নামিবিয়া-স্কটল্যান্ডের বিশ্বকাপ ক্রিকেট লিগ দুইয়ের ওয়ানডে ম্যাচ ছিল। খেলা হওয়ার কথা ছিল কানাডার অন্টারিওর ম্যাপল লিগ গ্রাউন্ডে। তবে গ্রাউন্ড স্টাফদের দেয়া ক্রিকেট পিচের আগুনে পন্ড হয়েছে নামিবিয়া ও স্কটল্যান্ডের ওই ম্যাচ।

গত শুক্রবার ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে টস শুরু হতেই দেরি হচ্ছিল। অন্যদিকে স্যাঁতসেঁতে পিচের একটি নির্দিষ্ট স্থানে আগুন ধরিয়ে দেন গ্রাউন্ড স্টাফরা। এরপর একাধিকবার পিচ পরিদর্শন করেন আম্পায়াররা। তবে শেষে সিদ্ধান্ত হয় আপাতত এ মাঠে খেলাটি গড়াবে না।

বুধবার ক্রিকেট বিশ্বকাপ লিগ দুইয়ের এ পর্বের শুরু হয়েছে। ওই ম্যাচে নামিবিয়া কানাডাকে ৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে। ৪ সেপ্টেম্বর স্কটল্যান্ড মুখোমুখি হবে কানাডার। ইতিমধ্যে তারা লিগের তিন নম্বরে অবস্থান করেছে। সেখানে ২১ ম্যাচে ১১ জয় তাদের।

লিগে আট দলের মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রথমে। টেবিলের দুইয়ে আছে নেদারল্যান্ডস। কানাডা ও নামিবিয়ার অবস্থান পঞ্চম ও ষষ্ঠ।

Lading . . .