Advertisement

ইংল্যান্ডে জার্সির নিলামে শীর্ষে ভারতীয়রা

যুগান্তর

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

24obnd

ইংল্যান্ডে সদ্য শেষ হওয়া ভারত-ইংল্যান্ড সিরিজে দুই দলের ব্যবহৃত জার্সি ও ব্যাগি টুপির নিলাম হয়। ‘রেড ফর রুথ’ নামে একটি বিশেষ নিলামের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন মেমোরাবিলিয়া রাখা হয়।

নিলামে শুবমান গিলের জার্সির দাম ৪৬০০ পাউন্ড তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৭ লাখ টাকা বিক্রি হয়। নিলামে তোলা হয়েছে দুই দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত জার্সি, ক্যাপ, ফ্রেমে বাঁধানো ছবি, ব্যাট, হসপিটালিটি টিকিট।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের ফাউন্ডেশন ‘রেড ফর রুথে’র নিলামে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার জার্সি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৬ লাখ ৮৫ হাজার টাকা।

এরপরই অবস্থান লোকেশ রাহুলের জার্সির, ৪০০০ পাউন্ড। এ ছাড়া ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামী (৩৮০০ পাউন্ড) জার্সি অভিজ্ঞ তারকা জো রুটের। অধিনায়ক বেন স্টোকসের জার্সির দাম ৩৪০০ পাউন্ড।

এর বাইরে নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছে রুট স্বাক্ষরিত ক্যাপের। দুই দল মিলিয়ে সবার ওপরে থাকা ক্যাপটির দাম উঠেছে ৩০০০ পাউন্ড বা প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা। আর ভারতীয়দের মধ্যে সবচেয়ে দামি ক্যাপ ঋষভ পান্তের।

নিলামে যা দেড় হাজার পাউন্ড আয় করেছে। রুথ স্ট্রস ফাউন্ডেশনের নিলামের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় (৫ হাজার পাউন্ড বা ৮ লাখ ১৫ হাজার টাকা) হয়েছে ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ের মুহূর্ত সাচা জাফরির ক্যানভাসে ধারণ করা ফ্রেমটির নিলামে।

Lading . . .