জানা গেল ‘হ্যান্ডশেক কাণ্ডের’ নেপথ্য কাহিনী
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫
-68c7cab6a2957.jpg)
এশিয়া কাপ ২০২৫-এ ভারতের মুখোমুখি পাকিস্তানের সঙ্গে ম্যাচ ক্রিকেটিও দিক থেকে তেমন উত্তেজনা সৃষ্টি করতে পারেনি। রোববার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে সুর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল প্রতিপক্ষকে কোনো পাত্তাই দেয়নি।
তবে ম্যাচের পর ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদবের পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা ও অন্য খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত না নেওয়াকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে কোনো হ্যান্ডশেক হয়নি। এমনকি পাকিস্তান দল যখন ভারতের ড্রেসিং রুমের দিকে গিয়েছিল, তখনো দরজা বন্ধ ছিল।
পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও প্রেস কনফারেন্সে সুর্যকুমার এই সিদ্ধান্তের ব্যাখ্যা দেন। তিনি জানান, হ্যান্ডশেক না করার এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে একটি বার্তা দেওয়া, যা পেহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনা স্মরণে নেওয়া হয়েছে। তবে এটি অধিনায়কের নিজস্ব উদ্যোগ ছিল না।
একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এই হ্যান্ডশেক বর্জনের ধারণা নিয়ে এসেছিলেন। গম্ভীর ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে কোনো হ্যান্ডশেক বা কথোপকথন না করার পরামর্শ দিয়েছিলেন। ম্যাচের আগে ভারতীয় ড্রেসিং রুমে ‘বয়কট’ নিয়ে কথাবার্তা চলেছে, যার প্রেক্ষিতে সুর্যকুমার ও অন্যান্য খেলোয়াড়রা গম্ভীর ও অন্যান্য সাপোর্ট স্টাফের সঙ্গে তাদের উদ্বেগ শেয়ার করেছিলেন।
গম্ভীর খেলোয়াড়দের বলেছেন, সোশ্যাল মিডিয়ার শব্দ কমাও, সমস্ত গোলমাল বন্ধ করো। তোমাদের কাজ ভারতের হয়ে খেলা। পেহেলগামের ঘটনা ভুলে যেও না। হাত মেলানো যাবে না, কোনো কথোপকথন করা যাবে না- শুধু মাঠে গিয়ে তোমার সেরাটা দেখাও এবং ভারতকে জিতাও।
এছাড়াও, গম্ভীর এশিয়া কাপ ২০২৫-এ ভারতের সম্প্রচারকের সঙ্গে কথা বলার সময় বলেন, মোটামুটি ভালো জয় হয়েছে। এই টুর্নামেন্টে এখনও অনেক ক্রিকেট বাকি। এই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল যাতে আমরা পেহেলগাম হামলার শিকার ও তাদের পরিবারের প্রতি একতা দেখাতে পারি। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর সফল ‘অপারেশন সিন্ধুর’-এর জন্য কৃতজ্ঞতা জানাই। আমরা চেষ্টা করব আমাদের দেশকে গর্বিত করতে।
রবিবারের এই ম্যাচই একমাত্র নয়, এশিয়া কাপ ২০২৫-এ ভারত ও পাকিস্তান আবারও সুপার ৪ রাউন্ডে মুখোমুখি হতে পারে। এছাড়াও, ফাইনালেও তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন