Advertisement

যে একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ

কালবেলা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ‍ছবি : সংগৃহীত
আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সবচেয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে আজ (বুধবার) কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত তারা। দাপটের সঙ্গে খেলে চলা ভারতকে হারাতে হলে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে বাংলাদেশকে। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেট সমর্থকদের।

এবারের এশিয়া কাপে বাংলাদেশ দল গেছে বড় স্বপ্ন নিয়ে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের হেড কোচও জানিয়েছেন, শিরোপাতেই নজর তাদের। তবে তার আগে ফাইনাল খেলার জন্য বাংলাদেশের আগে পেরোতে হবে ভারত ও পাকিস্তানের মতো দুই বড় বাধা। এ দুটি ম্যাচের একটি তো জিততে হবেই।

এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান মোটেও ভালো নয়। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে বাংলাদেশ মাত্র দুবার জিতেছে এবং ১৩ বার হেরেছে। ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়ার কাপে দুই ম্যাচই হেরেছিল টাইগাররা।

ভারত ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছিলেন অধিনায়ক লিটন দাস। পিঠে টান পড়েছিল তার। তবে চোট ততটা গুরুতর নয়। একাদশে লিটনের থাকা নিয়ে তাই নেই কোনো সংশয়।

গুরুত্বপূর্ণ ভারত ম্যাচে বাংলাদেশের একাদশে বড় পরিবর্তন আসার খুব সম্ভাবনা নেই। গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন পেসার শরিফুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও ওই ম্যাচে বাজে বোলিং করেছেন এই টাইগার পেসার। তার বদলে ভারত ম্যাচে একাদশে আসতে পারেন তানজিম হাসান সাকিব। ভারতের বিপক্ষে এই পেস বোলিং অলরাউন্ডারের রেকর্ডও বেশ ভালো।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ- সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

Lading . . .