প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব দলের সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজ সামনে রেখে আগামী ৩১ আগস্ট ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ যুবা দল। ৩ সেপ্টেম্বর সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। ৫ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে গড়াবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।
শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে ইংল্যান্ড সফরের জন্য যুবাদের দল ঘোষণা করে বোর্ড। ১৫ সদস্যের দলে স্ট্যান্ডবাই রাখা হয়েছে আরও পাঁচজনকে।
ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, সামিউন বাসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকি অ্যালেন, সানজীদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন ও ফারহান শাহরিয়ার।
স্ট্যান্ডবাই: আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমির, রাফিউজ্জামান রাফি ও সবুজ।