Advertisement

আমিরের দুর্দান্ত বোলিংয়ের সামনে ম্লান সাকিব, হারল তার দল

যুগান্তর

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

আগের ম্যাচে ব্যাট হাতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে সেটা টানা দুই ম্যাচে টেনে নিতে পারলেন না। মোহাম্মদ আমিরদের ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে মুখ থুবড়ে পড়লেন তিনি, তার দলও বৈকি! আমিরের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। ৮ উইকেটে হেরে চলতি আসরে নিজেদের তৃতীয় হারের কবলে পড়েছে দলটা।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তারোবার ম্যাচে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে তুলতে পারে মোটে ১৪৬ রান। জবাবে ত্রিনবাগো ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। তিনি ৪ ওভারে ২২ রান খরচায় ৩ উইকেট নেন।

ফ্যালকনসের ব্যাটিং শুরুটা ছিল ভয়াবহ। প্রথম দুই ওভারের মধ্যেই আউট হন রাহকিম কর্নওয়াল আর কারিমা গোর। ৪৬ রানে হারায় তিন উইকেট। তবে জুয়েল অ্যান্ড্রু ৩১ বলে ৪০ রান করেন। মাঝে সাকিব ১৪ বলে খেলেন ১৩ রানের একটি ইনিংস।

এদিকে অধিনায়ক ইমাদ ওয়াসিম ২৫ বলে অপরাজিত ৩৭ রান করেন। তার সঙ্গে উসামা মিরের ব্যাট থেকে আসে ২৬ বলে ঝড়ো ৩৪ রান। ১৫ ওভার শেষেও তিন অঙ্ক ছুঁতে না পারা ফ্যালকনস যে শেষমেশ দেড়শ ছুঁইছুঁই পুঁজি পেয়েছিল, তা এই দুজনের ব্যাটের কল্যাণেই। ত্রিনবাগোর পক্ষে মোহাম্মদ আমির ৩টি এবং আন্দ্রে রাসেল ও আকিল হোসেন ২টি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে ত্রিনবাগোর ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। ১০ বলে ৯ রান করা কলিন মানরোকে আউট করে প্রতি আক্রমণের ইঙ্গিত দিয়েছিলেন সাকিব। কিন্তু এরপর আর চাপ তৈরি করতে পারেনি ফ্যালকনস।

অ্যালেক্স হেলস ৪৬ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। কেসি কার্টি ৪৫ বলে ৬০ রান করে ম্যাচের জয় নিশ্চিত করেন। শেষ দিকে অধিনায়ক নিকোলাস পুরান মাত্র ১১ বলে ২৩ রান করে দলকে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেন।

Lading . . .