Advertisement

বাংলাদেশের কাছে সিরিজ হার ভুলতে পারছেন না রশিদ

নয়াদিগন্ত

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

বাংলাদেশের কাছে সিরিজ হার ভুলতে পারছেন না রশিদ |সংগৃহীত
বাংলাদেশের কাছে সিরিজ হার ভুলতে পারছেন না রশিদ |সংগৃহীত

ঘরের মাঠে ডেকে এনে পাকিস্তানের বিপক্ষে জয়খরা কাটিয়েছে বাংলাদেশ। জিতেছে দলটার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজ শেষ হয়েছে দশ দিন হলেও এখনো কাটেনি তার রেশ।

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারের দুঃখ ভুলতে পারেনি পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-টোয়েন্টি সিরিজ জিতেও সেই হার ভুলতে পারেননি রশিদ লতিফ।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাথে একপ্রকার অপরাজেয় হয়ে উঠেছিল পাকিস্তান। গত নয় বছরে কখনো তাদের হারাতে পারেনি টাইগাররা, আর সিরিজ জিততে পারেনি কখনোই।

তবে গত মাসে ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারায় বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে সিরিজ হারায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় আগা সালমানদের।

সেই সমালোচনা এখনো চলমান। সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফের বাংলাদেশের কাছে সিরিজ হার এখনো হজম হচ্ছে না। এখনো তা পোড়াচ্ছে তাকে।

সম্প্রতি পাকিস্তানের পারফরম্যান্স ও এশিয়া কাপে সম্ভাবনা নিয়ে কথা বলেছেন রশিদ। আর তাতেই উঠে আসে বাংলাদেশের বিপক্ষে হারের বিষয়টি।

যেখানে রশিদ বলেন, ‘আমাদের ক্রিকেট অনেকটা অধারাবাহিক। আমরা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে যে ম্যাচগুলো হেরেছি এগুলো হেরে যাওয়া উচিত হয়নি।’

অধিনায়ক সালমান আলি আঘার প্রসঙ্গে রশিদ যোগ করেন, ‘আমাদের অধিনায়ক হয়তো ভালো আছে কিন্তু তিন ফরম্যাটেই খেলে যাওয়া সহজ ব্যাপার নয়। আমাদের প্রতিভা আছে কিন্তু আমরা সঠিক এখনো সঠিক সিদ্ধান্ত নিচ্ছি না।’

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর। ভারতকে মোকাবেলা করা সহজ হবে না মানছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ।

তিনি বলেন, ‘১৪ সেপ্টেম্বর ভারতকে মোকাবেলা করা পাকিস্তানের জন্য কঠিন একটা চ্যালেঞ্জ হবে। আমি শুধু আশা করি এশিয়া কাপটা কোনো সমস্যা ছাড়া ভালোভাবে শেষ হোক।’

Lading . . .