ভারতের বিপক্ষে শক্তিমত্তায় পিছিয়ে থেকেও কেন নির্ভার বাংলাদেশ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫
এশিয়া কাপের সুপার কাপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। উভয় দলের জন্যই এটি ফাইনাল নিশ্চিত করার ম্যাচ।
আজ বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
ইতোমধ্যে ভারত পাকিস্তানের বিপক্ষে ও বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে সুপার ফোর পর্বে নিজেদের অবস্থান শক্ত করে নিয়েছে।
তবে বাংলাদেশের জন্য খানিকটা দুঃসংবাদ, পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে নেট রান রেটে খানিকটা এগিয়ে গিয়েছে।
২০২৪ সালের শুরু থেকে ভারত ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩২টিতেই জয় পেয়েছে।
‘মুহূর্তটা উপভোগ করো’ এবং ‘স্বাধীনভাবে খেলো’
২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বড় ব্যবধানে হেরে গিয়েছিল।
তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হার তো হজম করেছেই, এই পথে বাংলাদেশকে ২২১ এবং ২৯৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে হয়েছিল।
ভারতের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যান ১৬-১ হলেও, ভারত-বাংলাদেশ দ্বৈরথ কেবল সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়।
এটা শুরু হয়েছিল প্রতিবেশী দেশের মাঠের লড়াই হিসেবে, তা ভিন্ন মাত্রা পায় ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে যেখানে ভারতকে হারিয়ে দেয় বাংলাদেশ।
২০১৫ সালে মেলবোর্নে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়, সেই ম্যাচে নো বোল থেকে শুরু করে নানা ধরনের নাটকীয়তায় ঠাসা ছিল, যা এখনো দুই দেশের ক্রিকেট অনুরাগীদের স্মৃতিতে তরতাজা।
২০১৫ সালে এমএস ধোনি ও মোস্তাফিজুর রহমানের কাঁধে ধাক্কার ঘটনা, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে শেষ বলে হার আর ২০১৮ সালে নিদাহাস ট্রফির ফাইনাল কলম্বোতে- সবই এই দ্বৈরথকে দিয়েছে আলাদা মাত্রা।
চলমান এশিয়া কাপে এখন পর্যন্ত তিন ম্যাচে জসপ্রিত বুমরাহ নিয়েছেন মাত্র তিন উইকেট। তার ইকোনমি রেট ৮.৩৬। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তার পারফরম্যান্সে সন্তুষ্ট।
প্রতিটি ম্যাচেই তিনি প্রথম ছয় ওভারের মধ্যে তিন ওভার করেছেন আর চতুর্থ ওভারটি করেছেন ইনিংসের শেষ দিকে। ভারতের টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে, শেষবার বুমরাহকে তিনটি পাওয়ারপ্লে ওভার করতে দেখা গিয়েছিল ২০১৯ সালে।
ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেশকাট বাংলাদেশ ম্যাচের আগের দিন বলেন, ‘সে খুব কঠিন কাজ করছে। এই ফরম্যাটে খুব কম বোলারকে দেখা যায় পাওয়ারপ্লেতে তিন ওভার করতে। এটা যথেষ্ট কষ্টসাধ্যও বটে।’
জসপ্রিত বুমরাহ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৯ রানে ১ উইকেট এবং পাকিস্তানের বিপক্ষে গ্রুপ ম্যাচে ২৮ রানে ২ উইকেট নেয়ার পর সুপার ফোরে আবার পাকিস্তানের বিপক্ষে উইকেটশূন্য থেকে ৪৫ রান দেন।
ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেশকাট বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ওর বোলিংটা গোছানো ছিল না, এটা আমরা মানছি। তবে এটাও বুঝতে হবে, ও খুব কঠিন দায়িত্ব পালন করছে, প্রথম তিন ওভার যেখানে মাত্র দু’জন ফিল্ডার বাইরে থাকে, আর শেষের ওভারগুলো যেখানে ব্যাটসম্যানরা ঝুঁকি নিয়ে খেলে।’
এশিয়া কাপে এখন পর্যন্ত বুমরাহ ১১ ওভার বল করেছেন, ওমানের বিপক্ষে ভারতের শেষ গ্রুপ ম্যাচে তিনি বিশ্রামে ছিলেন।
সহকারী কোচ রায়ান টেন ডেশকাট ইঙ্গিত দিয়েছেন, এই টুর্নামেন্টে বুমরাহকে আর কোনো ম্যাচে বিশ্রাম দেয়ার সম্ভাবনা খুব কম।
মোস্তাফিজকে নিয়ে সতর্ক ভারত
মোস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের রেকর্ড ছুঁয়েছেন, ১৪৯ উইকেট নিয়েছেন এই দু’জন।
এর মধ্যে ৭০ উইকেট এসেছে ইনিংসের শেষ পাঁচ ওভারে (১৬-২০), যা এখন পর্যন্ত পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারে সর্বাধিক। মোস্তাফিজ এই ফরম্যাটে বাংলাদেশের সেরা বোলার।
এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁ-হাতি এই পেসার ৩ উইকেট নেন মাত্র ২০ রানে। তার ১৯তম ওভারের দু’টি গুরুত্বপূর্ণ উইকেট প্রতিপক্ষকে চাপে রাখে।
এর আগে, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মোস্তাফিজ নেন ৩ উইকেট ২৮ রানে, যেখানে ১৫৪ রানের লক্ষ্য আটকানোতে মোস্তাফিজ বড় ভূমিকা পালন করেন।
এমনকি রবিচন্দ্রন অশ্বিনও অবাক হয়েছিলেন কিভাবে তিনি ওই কাটার বল করতে পারছেন এবং তারপরও বল উইকেটকিপারের হাতে যাচ্ছে।
টেন ডেশকাটে বলেন, ‘মোস্তাফিজ চ্যাম্পিয়ন, দীর্ঘদিন ধরে খেলছেন এবং অত্যন্ত দক্ষ বোলার। আমরা নিশ্চয়ই জানি তিনি কী ধরনের দক্ষতা নিয়ে মাঠে নামেন। আমার মতে, কেউ যদি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক স্তরে এত ভালো পারফর্ম করে এবং তারপর আইপিএলেও চমৎকার খেলেন, সেটি সত্যিই প্রশংসনীয়।’