Advertisement

কাঁধের ইনজুরিতে ছিটকে গেলেন ফোর্ড

নয়াদিগন্ত

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

ম্যাথু ফোর্ড |সংগৃহীত
ম্যাথু ফোর্ড |সংগৃহীত

কাঁধে ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টা থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজ পেসার ম্যাথু ফোর্ড।

ওয়েস্ট ইন্ডিজের অনুশীলন সেশনে ফিল্ডিং চলাকালীন ক্যাচ নেয়ার সময় কাঁধে চোট পান ফোর্ড। এরপর তার কাঁধে এক্স-রে করানো হয়।

পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে দেখা যায়, ফোর্ডের কাঁধের হাড় সরে গেছে। ফলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না তিনি।

পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও পারদর্শী ফোর্ড। গত মাসে ওয়ানডেতে দ্রুততম হাফ-সেঞ্চুরির বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে আট ছক্কা ও এক চারে ১৬ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন ফোর্ড। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার এ বি ডি ভিলিয়ার্স।

ফোর্ডের বদলি হিসেবে ওয়ানডে সিরিজের জন্য প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ইয়োহান লেইন।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২ ম্যাচে ১২৪ রান ও ১৩ উইকেট শিকার করেছেন ২১ বছর বয়সী লেইন।

লেইন ছাড়াও পাকিস্তান সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে আরো আছেন জেইডেন সিলেস, শামার জোসেফ, রোমারিও শেফার্ড ও জেডাইয়া ব্লেডস। স্পিনার হিসেবে আছেন রোস্টন চেজ ও গুদাকেশ মোতি। বাসস

Lading . . .