Advertisement

রোহিত-কোহলিকে নিজেদের প্রমাণ করতে হবে ঘরোয়া ক্রিকেটে খেলে!

যুগান্তর

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

24obnd

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দুর্দান্ত টেস্ট সিরিজ শেষ হতে না হতেই শুরু হয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনাকল্পনা। আগামী এক মাস ভারতের কোনো ম্যাচ নেই। মাঠের লড়াই থেমে থাকলেও বোর্ডরুমে এখন চলছে তারকাদ্বয়ের ওয়ানডে ক্যারিয়ার নিয়ে জল্পনা। দৈনিক জাগরণ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই আলোচনা দিন দিন জোরালো হচ্ছে।

দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ওয়ানডে ক্রিকেটে আধিপত্যের বড় ভরসা ছিলেন কোহলি ও রোহিত। এ বছরের শুরুতে তারা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। অনেকের ধারণা ছিল, ২০২৭ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপই হবে তাদের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের শেষ মঞ্চ।

কিন্তু নতুন রিপোর্ট জানাচ্ছে, গল্পের মোড় ঘুরে যেতে পারে। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তাদের জন্য স্রেফ আরও একটা সফর নয়, বরং বিদায়ের মঞ্চই হয়ে উঠতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি কোহলি ও রোহিত ২০২৭ পর্যন্ত ওয়ানডে খেলতে চান, তবে তাদের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে খেলতে হবে। নির্বাচকরা চান বিশ্বকাপের সম্ভাব্য ক্রিকেটাররা যেন ওয়ানডের ছন্দে থাকেন। যেমন লাল বলের ক্রিকেটারদের রঞ্জি ট্রফি খেলতে বলা হয়েছিল ইংল্যান্ড সফরের আগে।

এই শর্তই হয়তো অস্ট্রেলিয়া সফরের পর তাদের ওয়ানডে অবসরের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এরই মধ্যে নির্বাচকদের দৃষ্টি চলে গেছে তরুণ ক্রিকেটারদের দিকে। ভারতের ওয়ানডে দলে এখন প্রচুর নতুন প্রতিভা উঠে আসছে। ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে গিয়েই স্বাভাবিকভাবে দলে পরিবর্তনের কথা উঠছে।

অস্ট্রেলিয়া সফর শুরু হবে ১৯ অক্টোবর পার্থে। এরপর ম্যাচ হবে অ্যাডিলেড ও সিডনিতে। নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে খেলবে ভারত। এরপর শুরু হবে ব্যস্ত ২০২৬ সালের সাদা বলের সূচি।

Lading . . .