Advertisement

ঋতুপর্ণাকে বাড়ি উপহার দিচ্ছে বিসিবি

চ্যানেল আই

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশ নারী ফুটবল দলের ঋতুপর্ণা চাকমাকে বাড়ি উপহার দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। অস্ট্রেলিয়া থেকে বোর্ড সভায় যোগ দিয়ে সেটির অনুমোদন দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ইতিমধ্যেই প্রকৌশলীর মাধ্যমে বাড়িটির নকশা ও প্রয়োজনীয় অন্যান্য কিছু চূড়ান্ত হয়েছে। কয়েক ঘণ্টার সভা শেষে ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি করে দেবে বিসিবি।’

গত মাসে মেয়েদের এশিয়ান কাপের বাছাইপর্ব পেরিয়ে অস্ট্রেলিয়ায় হতে চলা আসরটির মূল পর্বের টিকিট কাটে বাংলাদেশ। দলের সেই সাফল্য যাত্রায় অসাধারণ ভূমিকা রাখেন ঋতুপর্ণা। শুধু তাই নয় ঋতুপর্ণার গোলেই ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হয় লাল-সবুজ দল।

ঋতুপর্ণার বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি গ্রামে। অনেক দিন ধরেই জরাজীর্ণ বাড়িতে বসবাস তাদের। বাবা ও একমাত্র ভাইকে হারানোর পর সংসারের দায়িত্বও তারই। তার আয়েই চলছে সংসার। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা ব্যয় বহন করতে হয় তাকেই। এবার তার জীর্ণ বাড়িটি নতুন করে নির্মাণ করে দেবে বিসিবি।

Lading . . .