প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের সুপার ফোরে ভারত ম্যাচে অধিনায়ক লিটন দাসকে পাওয়া নিয়ে জেগেছে সংশয়। চোটের কারণে শেষ পর্যন্ত লিটন খেলতে না পারলে বিকল্প অধিনায়কের নাম ভেবে রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
জানা গেছে, নিয়মিত অধিনায়ক লিটন যদি আজ খেলতে না পারেন, সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। আর লিটনের পরিবর্তে একাদশে দেখা মিলবে পারভেজ হোসেন ইমনের।
ভারত ম্যাচের দুইদিন আগে অনুশীলনের সময় কোমরে ব্যথা পান লিটন। দলের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ব্যথার অবস্থা পরীক্ষা করেন। এরপরই অনুশীলন ছেড়ে চলে যান লিটন। পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিলো, লিটনের চোট গুরুতর কিছু নয়।
তবে আজকে ভারত ম্যাচে লিটনের খেলা অনিশ্চিত। জানা গেছে, এখনও সামান্য ব্যথা অনুভব করছেন তিনি। ভারত ম্যাচের পরদিনই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে টাইগাদের। আর তাই লিটনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। ভারত ম্যাচের আগে বাংলাদেশ সময় ৬টা পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে।
ভারত এশিয়ার সেরা দল। তাদেরকে হারানো সহজ হবে না টাইগারদের জন্য। পরিসংখ্যানও সেই কথা বলে। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়ে বাংলাদেশ মাত্র একবার জয় পেয়েছে। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে বাংলাদেশ মাত্র দুবার জিতেছে এবং ১৩ বার হেরেছে।
আরও পড়ুন