প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫
ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে অস্বস্তি দেখা দিয়েছে লিটন দাসকে নিয়ে। নিয়মিত অধিনায়কের ছাড়াই আজ মাঠে নামতে হতে পারে টাইগারদের। যদিও তাকে নিয়েই একাদশ সাজাতে চেষ্টা করছে দল।
এবারের এশিয়া কাপে দারুণ ছন্দে আছেন লিটন। ব্যাট হাতে দলকে দিচ্ছেন ভরসা। সবকিছু ঠিকই ছিল, তবে সোমবার অনুশীলন করতে গিয়েই বাধে বিপত্তি। হঠাৎ চোট পেয়ে বসেন।
অনুশীলনের সময় পাঁজরে আঘাত পান লিটন। একপর্যায়ে মাটিয়ে লুটিয়ে পড়তে দেখা যায় তাকে। এমনকি পরে আর ব্যাট করতে পারেননি। তবে মাঠেই ছিলেন।
ম্যাচের দিন লিটনকে স্বাভাবিক দেখা গেছে। টিম ম্যানেজমেন্টও নিশ্চিত করেছে, তার চোট গুরুতর নয়। যদিও বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তারা।
আর তাতেই বাড়ছে শঙ্কা। যদি-কিন্তুর সংশয় দেখা দিয়েছে সমর্থকদের মনে। যদি লিটন সত্যিই ভারতের বিপক্ষে না খেলেন, তবে মাঠে নামার আগেই আরো ব্যাকফুটে চলে যাবে বাংলাদেশ।
এমনিতেই পরাশক্তি ভারতের বিপক্ষে খেলা। যারা কি না এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। শেষ ৩৫ ম্যাচের জিতেছে ৩২টিতেই। এমন অবস্থায় লিটনকে ছাড়া খেললে আরো চাপে পড়ে যাবে দল।
অবশ্য জানা গেছে, টিম ম্যনেজমেন্ট লিটন দাসের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। টসের ঠিক আগ পর্যন্ত তার অবস্থার ওপর নজর রাখা হবে। এমনও হতে পারে, যদি তিনি খেলেন, তাহলে উইকেটকিপিং করবেন না।
সেক্ষেত্রে জাকির আলী অনিককে উইকেটকিপিংয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে, যদি লিটন খেলতে না পারেন, তাহলে নুরুল হাসান সোহান একাদশে সুযোগ পেতে পারেন। এমনকি অধিনায়কত্বও করবেন।
তবে সবকিছু নিশ্চিত হওয়া যাবে সাড়ে ৮টায় ম্যাচ শুরুর আগেই।