Advertisement

ভারত নয়, এশিয়া কাপ জয় চূড়ান্ত লক্ষ্য: সাইম

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ভারত নয়, এশিয়া কাপ জয় চূড়ান্ত লক্ষ্য: সাইম
ভারত নয়, এশিয়া কাপ জয় চূড়ান্ত লক্ষ্য: সাইম

আসন্ন ভারত-পাকিস্তান লড়াই ঘিরে ক্রিকেটবিশ্বে উত্তেজনা চরমে। তবে পাকিস্তানের তরুণ ওপেনার সাইম আইয়ুব স্পষ্ট জানালেন—তাদের লক্ষ্য শুধু ভারতকে হারানো নয়, পুরো এশিয়া কাপের ট্রফি জয় করা।

রোববার দুবাইয়ে উচ্চপ্রত্যাশিত ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাইম বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমাদের মূল ফোকাস পুরো টুর্নামেন্ট জেতা। আমরা প্রতিটি দলের বিপক্ষেই ভয়হীন ক্রিকেট খেলতে চাই। ’

ভারতের গতিময় বোলার জসপ্রিত বুমরাহকে সামলানো নিয়ে প্রশ্নে পাকিস্তান ওপেনার বলেন, ‘আমি যেকোনো বোলারের মুখোমুখি হতে প্রস্তুত। এটা চ্যালেঞ্জ, আর আমি তা গ্রহণ করব। তবে সবচেয়ে বড় লক্ষ্য হলো দলকে জয় এনে দেওয়া। ’

আইয়ুব জানান, পাকিস্তান দল ম্যাচটিকে ভিন্নভাবে নেয়, “শুধু একজন বা দু’জন নয়, প্রতিটি ম্যাচে আলাদা খেলোয়াড় সামনে আসবে—এটাই আমাদের শক্তি। খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক আস্থা ও সমর্থন রয়েছে। ”

তিনি আরও যোগ করেন, খেলোয়াড় বাছাই নির্ভর করছে উইকেটের অবস্থা অনুযায়ী। শুষ্ক উইকেটে স্পিনাররা বাড়তি সুযোগ পাচ্ছে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে ভারতের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গ টেনে আইয়ুব বলেন, ‘সেই স্মৃতি এখন অতীত। আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানের দিকে মনোযোগ দিচ্ছি। ’

এশিয়া কাপে আসার আগে পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজ জিতেছে। এ আসরে নিজেদের প্রথম ম্যাচে তারা ৯৩ রানের জয় পেয়েছে ওমানের বিপক্ষে (১৬০ রান করে ৬৭ রানে প্রতিপক্ষকে অলআউট)।

অন্যদিকে, ফেভারিট ভারত আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫৭ রানে গুটিয়ে দিয়ে মাত্র ২৭ বলে জয় নিশ্চিত করে দুর্দান্ত ফর্মের প্রমাণ দিয়েছে।

এমএইচএম

আরও পড়ুন

Lading . . .