Advertisement

টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

২০২৫ এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আজ টস জিতে প্রতিপক্ষ দলকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস।

টস জিতে লিটন দাস বলেন, ‘আমরা আগে বোলিং করব। এটা আমাদের প্রথম ম্যাচ, উইকেট কেমন আচরণ করবে জানি না, তাই বোলিংয়ে নামছি। গত তিনটি সিরিজে আমরা দারুণ ক্রিকেট খেলেছি, তবে এখানে পরিস্থিতি আলাদা। দলে তিনজন পেসার, দুইজন স্পিনার আর ছয়জন ব্যাটার আছে। প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শতভাগ দিতে হবে। ’

আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৯৪ রানে হেরে আসা হংকংয়ের জন্য এই ম্যাচ টিকে থাকার লড়াই। আর টানা তিন সিরিজ জিতে আসা বাংলাদেশের জন্য এটি আত্মবিশ্বাস কাজে লাগানোর উপলক্ষ।

বাংলাদেশের একাদশ

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

হংকংয়ের একাদশ

জিশান আলী (উইকেটকিপার), অংশুমান রথ, বাবর হায়াত, নিজাকাত খান, কালহান চাল্লু, কিঞ্চিৎ শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), আইজাজ খান, এহসান খান, আয়ুষ শুক্লা, আতিক ইকবাল।

এমএইচএম

আরও পড়ুন

Lading . . .