৯ আগস্ট বিসিবির সভা, অস্ট্রেলিয়া থেকে যোগ দেবেন সভাপতি
প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫
গত সপ্তাহে দেশ ছেড়েছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরিবারের সাথে সময় কাটাতে অস্ট্রেলিয়া গেছেন তিনি। তবে তাকে সেখানে রেখেই বসতে যাচ্ছে বিসিবির বোর্ড সভা।
আগামী ৯ আগস্ট (শনিবার) দুপুর ৩টার দিকে মিরপুর শেরে-ই-বাংলার বিসিবি ভবনে অনুষ্ঠিত হবে পরিচালনা পর্ষদের পরবর্তী সভা। সেখানে সশরীরে উপস্থিত থাকছেন না বুলবুল।
তবে দেশের বাইরে থেকেই সভা পরিচালনা করবেন আমিনুল ইসলাম বুলবুল। ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বিসিবি সভাপতি। দেশের বাইরে থাকা আরেক পরিচালক ফাহিম সিনহাও যোগ দেবেন অনলাইনে।
এবারের আলোচনার বিষয়বস্তু বিপিএলের ম্যানেজমেন্ট সিস্টেম। এছাড়া জাতীয় দলসহ ঘরোয়া টুর্নামেন্ট নিয়েও আলোচনা হবে। সাজানো হতে পারে এনসিএল টি-টোয়েন্টির পরিকল্পনাও।
এবারের বিপিএল নিয়ে আলোচনার শেষ নেই। আমূল পরিবর্তন আসতে পারে এবারের আসরে। বদলে যাবে অনেক কিছুই। স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে বিপিএল আয়োজন করার কথা ভাবছে বিসিবি।
ফলে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির খোঁজ করছে বিসিবি। দিয়েছিল বিজ্ঞপ্তি। সেই আহ্বানে সাড়া দিয়ে পাঁচটি প্রতিষ্ঠান বিপিএলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে। তাদের মাঝে কাদেরকে বেছে নেবে বিসিবি, তাই এবারের মিটিংয়ের উদ্দেশ্য।
এদিকে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। শুরুর কয়েক দিন থাকবে ফিটনেসের ওপর বাড়তি নজর। যে কাজের দেখভাল করবেন ট্রেনার নাথান কেলি। পরবর্তীতে শুরু হবে স্কিল নিয়েও অনুশীলন।
চলমান এই ক্যাম্প চলবে ১৫ তারিখ পর্যন্ত। এরপর কিছুদিন বিরতি দিয়ে আবার ২০ আগস্ট থেকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল। যেখানে যোগ দেয়ার কথা পাওয়ার হিটার কোচ জুলিয়ান রস উডের।
অন্যদিকে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বি-পক্ষীয় সিরিজ আয়োজন করেছে ক্রিকেট বোর্ড বিসিবি।