প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

অসুস্থতার কারণে সিলেটে হওয়া ক্যাম্পের শুরুর দিকে ছিলেন না শামীম হোসেন পাটোয়ারি। দুদিন আগে হওয়া লাল-সবুজ দলের ম্যাচেও ছিলেন না। সিরিজ শুরুর আগে অবশ্য অনুশীলনে ফিরেছেন। তবে প্রথম টি-টুয়েন্টিতে তার খেলা নিয়ে রয়েছে ধৌঁয়াশা। বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, এখনও পুরোপুরি ফিট নন শামীম।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। তার আগের দিন সংবাদ সম্মেলনে এসেছেন সিমন্স। সেখানে শামীমের অসুস্থতার বিষয়ে এমন জানান ক্যারিবিয়ান কোচ।
বলেছেন, ‘সে, গত ৫-৬ দিন ধরে খুব ভালো অবস্থায় আছে। বেশ ভালো অনুশীলন করছে। আজকে আমরা যা করেছি সেও এগুলো সবই করেছে। তার ফিটনেস ফিরে এসেছে। তবে আমি মনে করি শামীমের আরও কয়েকদিন সময় লাগবে।’
প্রস্তুতি ম্যাচে লাল দলের হয়ে খেলেছিলেন পারভেজ হোসেন ইমন। সেদিন ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। ওই সময় মাঠ ছেড়ে চলে গেলেও পরবর্তীতে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। সিরিজ শুরুর আগে অনুশীলনও করেছেন। ফিট হয়ে ওঠায় ইমনের খেলার নিশ্চয়তা দিয়েছেন সিমন্স।
বলেছেন, ‘হ্যাঁ, ইমন কাঁধে আঘাত পেয়েছিল, কিন্তু এখন সে ঠিক আছে। আমাদের সবার মতো সেও সবকিছু করেছে। ইমন ফিটনেস পরীক্ষায় পাশ করেছে। খেলার জন্য ফিট আছে।’