Advertisement

এশিয়া কাপে পৃষ্ঠপোষক নিয়ে শঙ্কায় ভারত

চ্যানেল আই

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে হতে চলা এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে নতুন এক আলোচনা। সম্প্রতি নতুন ‘অনলাইন গেমিং বিল’ পাশ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নিষিদ্ধ করা হয়েছে অনলাইনে অর্থের বিনিময়ে খেলা হয় এমন সব ধরনের অ্যাপ। এমনকি এ ধরণের অ্যাপ ব্যবহারে পাঁচ বছরের জেল হওয়ারও বিধান রাখা হয়েছে। এদিকে ভারতের জার্সির পৃষ্ঠপোষক ‘ড্রিম ১১’ একই ধরনেরই অ্যাপ। তাই শঙ্কা জেগেছে এশিয়া কাপে টিম ইন্ডিয়ার জার্সির পৃষ্ঠপোষক নিয়ে।

২০২৩ সালের জুলাই মাস থেকে ভারতীয় ক্রিকেট দলের জার্সির পৃষ্ঠপোষক ‘ড্রিম ১১।’ বোর্ডের সঙ্গে তিন বছরের চুক্তি রয়েছে তাদের। অর্থাৎ, ২০২৬ সালের জুলাই পর্যন্ত ভারতের জার্সির পৃষ্ঠপোষক তারা। বোর্ডের সঙ্গে ড্রিম ১১ এর ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়েছে। কিন্তু নতুন বিল পাশ হওয়ায় জার্সির পৃষ্ঠপোষক হিসেবে ‘ড্রিম ১১’ থাকবে কিনা এ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ‘ড্রিম ১১’-ও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। এই জল্পনার মাঝে মুখ খুলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া। তিনি বলেছেন, ‘যদি অনুমতি না পাই, তাহলে আমরা কিছু করতে পারব না। কেন্দ্রীয় সরকার যা নীতি নেবে তা অক্ষরে অক্ষরে পালন করবে ক্রিকেট বোর্ড।’

Lading . . .