Advertisement

নির্বাচন না করতে বুলবুলকে হুমকির অভিযোগ, গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

নয়াদিগন্ত

প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

আমিনুল ইসলাম বুলবুল |সংগৃহীত
আমিনুল ইসলাম বুলবুল |সংগৃহীত

নিরাপত্তা শঙ্কায় পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ইতোমধ্যে তিনি প্রাণনাশের হুমকি পেয়েছেন- এমন দাবি করা হয়েছে। অবস্থা বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্য চেয়েছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কার্যনির্বাহী নির্বাচন আগামী অক্টোবরে। ইতোমধ্যে ক্রিকেট পাড়ায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ। তবে এর মাঝেই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা।

আসন্ন এই নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সে কারণে নিরাপত্তা ও একজন বন্দুকধারী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর চিঠি পাঠান। যদিও চিঠিতে হুমকি পাওয়ার বিষয়টি উল্লেখ করেনি বিসিবি।

চিঠিতে বলা হয়, ‘আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ আয়োজনের বিষয়কে বিবেচনায় নিয়ে সভাপতির নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে বোর্ডের কার্যক্রম পরিচালনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়।’

‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় বোর্ড সভাপতির দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গানম্যান নিয়োজিতকরণ আবশ্যক।’

পরবর্তীতে দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলকে হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি। কয়েকদিন আগে অজ্ঞাত নম্বর থেকে হুমকি পাওয়ার কথা জানিয়ে আমিনুল ইসলাম বুলবুল জানান-

‘ফোন দিয়ে বলা হয় “ইলেকশন না করলে হয় না?’ না করলে ভালো হয় আরকি। নিরাপত্তার বিষয়টি বড় ব্যাপার। ভয় লাগছে। ২-৩ দিন আগে এই ফোন এসেছিল।’

আগামী অক্টোবরের নির্বাচনে ঢাকা বিভাগ কিংবা জেলা কাউন্সিলর হয়ে পরিচালক পদে লড়ার সম্ভাবনা রয়েছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। এরই মাঝে নির্বাচনে অংশ না নিতে তাকে এমন চাপ প্রয়োগ নিঃসন্দেহে শঙ্কার ব্যাপার।

Lading . . .