Advertisement

আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ হচ্ছেন আশরাফুল

একুশে টেলিভিশন

প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫

পূর্ণকালীন সময়ের জন্য না হলেও আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন আশরাফুল। সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সভা শেষে বিসিবি সূত্রে বিষয়টি জানা যায়।

আশরাফুল এর আগে বিপিএলের দল রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। মূলত দলটির ব্যাটিং কোচের ভূমিকা পালন করতেন তিনি। এছাড়া এনসিএল টি-২০’তে বরিশালের হেড কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক ডানহাতি এই ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালে জাতীয় দলের কোচিং স্টাফে আশরাফুলের যুক্ত হওয়ার গুঞ্জন বেরিয়েছিল। সংবাদ মাধ্যমকে সাবেক এই ক্রিকেটারও জানিয়েছিলেন, বোর্ডের সঙ্গে তার দায়িত্ব নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে তাকে কোন দায়িত্ব দেওয়া হবে তা নিশ্চিত করে বলতে পারেননি।

এমআর//

আরও পড়ুন

Lading . . .