বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারত শিবিরে দুশ্চিন্তা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। তার আগে অবশ্য দলটিতে বাসা বেঁধেছে দুশ্চিন্তা। কারণ, পাকিস্তানের বিপক্ষে ভারতের গত ম্যাচে দলটিকে ফিল্ডিং বেশ ভুগিয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতের টিম ম্যানেজমেন্ট আপাতত গত ম্যাচের একাধিক ক্যাচ মিস ও জশপ্রীত বুমরাহর অতিরিক্ত রান দেয়া নিয়ে দুশ্চিন্তায় আছে।
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, তাহলে কি আজ ভারতের একাদশে পরিবর্তন আসবে এবং পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবে কোচ গৌতম গম্ভীরের দল?
ওই সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতের ফিল্ডিং সাধারণত ভালো, কিন্তু গত ম্যাচে একটু বাজে ছিল। পাশাপাশি বুমরাহ যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। তাই আপাতত বাড়তি পরীক্ষা-নিরীক্ষার পথে ভারতের হাঁটার সম্ভাবনা কম।
সুতরাং ভারতীয় শিবিরের খবর অনুযায়ী, আজকের একাদশে কোনো বদল আসছে না। পাকিস্তান ম্যাচে যে টিম খেলেছিল সেটাই থাকবে।