Advertisement

এশিয়া কাপের ১৬ আসরে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন যারা

নয়াদিগন্ত

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

আরব আমিরাতে আজ মঙ্গলবার থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। আবুধাবিতে রাত সাড়ে ৮টায় ব্যাটে-বলের লড়াইয়ে নামবে তারা।

১৯৮৪ সালে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে প্রথম আয়োজিত হয় এশিয়া কাপ। ওয়ানডে বিশ্বকাপের চেয়ে মাত্র ৯ বছরের ছোট এই টুর্নামেন্ট। সব মিলিয়ে এখন পর্যন্ত আয়োজিত হয়েছে ১৬টি আসর।

এশিয়া কাপের অনুষ্ঠিত এই ১৬ আসরে মোট ১৪ জন টুর্নামেন্ট সেরা দেখেছে বিশ্ব। ২ জন টুর্নামেন্ট সেরা হয়েছেন একাধিকবার করে। চলুন দেখে আসি..

১৯৮৪ সালে প্রথম আসরে সুরিন্দর খান্না ১০৭ রান করে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। ১৯৮৬ সালে লঙ্কানদের বিশ্বজয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গা অবশ্য ১০৫ রান করেই আসর সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

১৯৮৮ ও ১৯৯৫ সালের পরপর দুই আসরেই আসর সেরার নাম নভজ্যোৎ সিং সিধ্যু। ১৯৮৮ সালে ১৭৭ রান করে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন তিনি। আর ১৯৯৫ সালে রান করেন ১৯৭।

এদিকে ১৯৯৭ সালে ফের অর্জুন রণতুঙ্গা ফিরে আসেন, ব্যাট হাতে ২৭২ রান করে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বার এশিয়ার সেরা খেলোয়াড়ের পুরস্কার পুনরুদ্ধার করেন।

এদিকে ২০০০ সালে পাকিস্তানকে প্রথমবার শিরোপা জেতানোর পথে আসর সেরা মুহাম্মদ ইউসুফ হয়েছিলেন সেবারের আসর সেরা খেলোয়াড়; ২৯৫ রান ছিল তার ব্যাটে।

আর ২০০৪ সালে সনৎ জয়সূরিয়া আসর সেরা খেলোয়াড় হন ২৯৩ রান ও ৪ উইকেট নিয়ে। ১৭ উইকেট শিকার করে ২০০৮ সালে রহস্যময় স্পিনার অজন্তা মেন্ডিস পেয়েছিলেন আসর সেরার পুরস্কার।

২০১০ সালে ২৬৫ রান ও ৩ উইকেট নিয়ে সেবারের আসর সেরা হন শহিদ খান আফ্রিদি। আর বাংলাদেশের ভুলতে না পারা অশ্রুসিক্ত ২০১২ সালের আসরটা ছিল সাকিবময়।

ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেন তিনি। ২৩৭ রান ও ৬ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশী হিসেবে জায়গা পান এশিয়ার আসর সেরা খেলোয়াড়দের ইতিহাসে।

২০১৪ সালে লাথিরু থিরিমানে ২৭৯ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন। তবে ফের ২০১৬ সালে সাব্বির রহমান আসর সেরার নাম লিখেন লাল-সবুজের কালিতে।

টি-টোয়েন্টি ফরম্যাটের সেই এশিয়া কাপে ১৭৬ রান করে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এশিয়া কাপের আসর সেরা নির্বাচিত হন তিনি। বাংলাদেশ দল দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলে।

২০১৮ সালে শিখর ধাওয়ান ৩৪২ রান নিয়ে আসর সেরার তকমা আঁটেন। আর সর্বশেষ ২০২২ সালে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই এশিয়া কাপ আসরে মাত্র ৬৬ রান ও ৯ উইকেট নিয়েই সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন এই লঙ্কান অলরাউন্ডার।

আর সর্বশেষ ২০২৩ এশিয়া কাপে ৯ উইকেট নিয়ে আসর সেরা নির্বাচিত হন কুলদীপ যাদব।

Lading . . .