Advertisement

বড় ঘোষণা দিলেন অশ্বিন

যুগান্তর

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

রবিন্দ্রন অশ্বিন। সংগৃহীত ছবি
রবিন্দ্রন অশ্বিন। সংগৃহীত ছবি

বড় ঘোষণা দিলেন ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল ) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিকেট অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। বুধবার ( ২৭ আগস্ট ) সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে একটি স্ট্যাটসের মাধ্যমে ঘোষণা দেন তিনি।

এর আগে ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ভারতের সাবেক তারকা অলরাউন্ডার। দেশটির দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তিনি।

সামাজিক মাধ্যম এক্সে এক স্ট্যাটাসে রবিচন্দ্রন অশ্বিন লিখেছেন , বিশেষ দিন এবং বিশেষ একটি শুরু। সবাই বলে সব সমাপ্তির পরই থাকে নতুন শুরু। তিনি বলেন , আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় শেষ হচ্ছে আজ। কিন্তু বিভিন্ন লিগে খেলাটির অনুসন্ধানকারী হিসেবে আমার যাত্রাও শুরু হচ্ছে আজ থেকে।

উল্লেখ্য , চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করা রবিচন্দ্রন অশ্বিন ইতি টানলেন সেই দলের জার্সিতেই। এবং চেন্নাইয়ের হয়ে ২০১০ ২০১১ সালে আইপিএল শিরোপা জেতেন ক্রিকেটার। ছাড়া আইপিএলের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবেই ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। চেন্নাই ছাড়াও খেলেছেন রাইজিং পুনে সুপার জায়ান্টস , দিল্লি ক্যাপিটালস , রাজস্থান রয়্যালস কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে।এবার অবসর ঘোষণার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ তৈরি হলো তার।

Lading . . .