মার্করাম, মহারাজ ও মুল্ডারে ইংল্যান্ডের মুন্ডুপাত!
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

ম্যাচটা ছিল ৫০ ওভারের। দক্ষিণ আফ্রিকা সেটিকে বানিয়ে দিল টি ২০! প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২৪.৩ ওভারে অলআউট মাত্র ১৩১ রানে। প্রোটিয়ারা ২০তম ওভারেই টপকে যেতে পারত সেই রান। যদি পরপর দুই বলে বাভুমা ও স্টাবসকে না ফেরাতেন আদিল রশিদ। ব্রেভিস এসে তাকে হ্যাটট্রিক বঞ্চিত করে পরের বলে ছয় মেরে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়ে দেন সাত উইকেটে। তখনও ১৭৫ বল বাকি। ২০.৫ ওভারে ১৩৮/৩ সফরকারীরা। ৩৩ রানে তিন উইকেট নেন উইয়ান মুল্ডার।
মঙ্গলবার লিডসে প্রথম দিবা-রাত্রির একপেশে ওডিআইতে ২২ রানে চার উইকেট নিয়ে প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ ম্যাচসেরা। ৫৫ বলে আইডেন মার্করামের ৮৬ রানের ঝড়ো ইনিংসেরও ভূমিকা কম নয় এই বিশাল জয়ে। ওডিআই ডেব্যুতে ইংল্যান্ডের বোলার হিসাবে সবচেয়ে খরুচে বোলারের লজ্জার রেকর্ড নিজের করে নিয়েছেন সনি বেকার। সাত ওভারে ৭৬ রান দিয়েছেন এই ডান-হাতি ফাস্ট বোলার। তিন উইকেট নেওয়া স্পিনার আদিল রশিদ ইংল্যান্ডের একমাত্র সফল বোলার।