Advertisement

অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল

চ্যানেল আই

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

অস্ট্রেলিয়ায় টপএন্ড টি-টুয়েন্টিতে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। আশা ছিল চারদিনের টেস্টে ভালো ফলাফল করতে পারবে। তবে সেখানেও হতাশজনক পারফরম্যান্স বাংলাদেশ দলের। হেরেছে এক ইনিংস ও ১২ রানের ব্যবধানে।

ডারউইনে আগে ব্যাট করে প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ১১৪ রান। টেস্টে মাহিদুল ইসলাম অঙ্কনের দল খেলেছিল মাত্র ৩৪.৫ ওভার। সর্বোচ্চ ২৭ রানের ইনিংসটি খেলেছিলেন মোহাম্মদ এনামুল হক।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিজেদের রুপ দেখায় অজিরা। ১০০.৪ ওভার খেলে তাদের সংগ্রহ ছিল ৩৮০ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে ২৬৬ রানে। অজিদের পক্ষে জেসন সাঙ্গা সর্বোচ্চ ১৪৩ রানের ইনিংস খেলেন।

এরপর বাংলাদেশ আবারও ব্যাটে নামে। তবে সেই রানও টপকাতে পারেনি সফরকারী দলটি। হারতে হয় ১২ রান ও এক ইনিংসে ব্যবধানে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংসটি শাহাদাত হোসেন দিপুর থেকে আসে, তিনি করেন ৪৯ রান। ৩৬ রান করেন ইয়াসির আলী চৌধুরী রাব্বী।

Lading . . .