Advertisement

ভারতের বিপক্ষে একাদশে আসতে পারে পরিবর্তন

নয়াদিগন্ত

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত |সংগৃহীত
এশিয়া কাপে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত |সংগৃহীত

আগের দুই ম্যাচেই অপ্রত্যাশিত একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। যদিও দল জিতে যায় দু’টি ম্যাচেই, তবে একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে ক্রিকেটপাড়ায়। আজ ভারতের বিপক্ষে একাদশ নিয়েও আছে ধোয়াশা।

এশিয়া কাপে আজ বুধবার ভারতের মুখোমুখি হচ্ছে টাইগাররা। দুই অসম শক্তির লড়াই বললেও ভুল হবে না। ঐতিহ্য, অর্জন বা পরিসংখ্যান; সব দিক থেকেই ঢের এগিয়ে ম্যান ইন ব্লুরা। ফলে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ।

এ মুহূর্তে খাতা-কলমে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের চেয়ে বড় ফেবারিট আর কোনো দল নেই। ২০২৪ বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ভারত টি-টোয়েন্টি খেলেছে ৩৫টি, যেখানে তাদের হার মাত্র ৩ ম্যাচে।

এই যখন অবস্থা, তখন ভারতের বিপক্ষে কোনো ভুলের সুযোগ নেই। নিতে হবে ছোট থেকেও ছোট সব সুযোগ। খেলতে হবে সেরাটা দিয়েই। যার শুরুটা হবে একাদশ সাজানো থেকেই, সেরা ১১ বাছতে হবে হিসাব কষে।

তবে টপঅর্ডার নিয়ে আপাতত কোনো চিন্তায় নেই বাংলাদেশ। তানজিদ তামিমের সাথে সাইফ হাসান ওপেন করছেন নিশ্চিতভাবেই। তিনে খেলবেন অধিনায়ক লিটন দাস ও চারে তাওহীদ হৃদয়।

এই চারজনেই আছেন ছন্দে। ইতোমধ্যে এবারের এশিয়া কাপে একটা করে ফিফটিও পেয়ে গেছেন প্রত্যেকেই। শামীম পাটোয়ারী থাকছেন এরপর। পাঁচে বা ছয়ে দেখা যেতে পারে তাকে। তবে চিন্তা শুরু এরপর।

জাকের আলি তেমন সুবিধা করতে পারছেন না। ফলে তার জায়গাটা হয়ে আছে নড়বড়ে। যেখানে নুরুল হাসান সোহানকে দেখলেও অবাক হওয়ার কিছু নেই। সাতে খেলবেন হয়তো শেখ মেহেদী। যদিও ব্যাট হাতে ছন্দে নেই তিনি।

আটে নাসুম আহমেদ শেষ ম্যাচে খেললেও ভারতের বিপক্ষে আজ ফেরানো হতে পারে রিশাদ হোসেনকে। যদিও নানা সমীকরণ বলছে নাসুমকে নিয়েই খেলবে টাইগাররা। এরপর মোস্তাফিজ ও তাসকিন খেলবেন।

গত ম্যাচে ৪ ওভারে ৪৯ রান দেয়া বাঁহাতি পেসার শরীফুল ইসলাম বাদ পড়তে পারেন আজ। তার জায়গায় সুযোগ পেতে পারেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। ভারতের বিপক্ষে তার রেকর্ডও বেশ ভালো।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।

Lading . . .