প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। এই সিরিজ শেষ হলেই ঘোষণা করা হবে দেশটির আসন্ন এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড।
রোববার (১০ আগস্ট) জিও নিউজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আসন্ন দুটি টুর্নামেন্টে বর্তমান দলের বাইরে খুব বেশি রদবদল ঘটছে না।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করবে পাকিস্তান।
ওই দলে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত ফখর জামানকে রাখা নিয়ে এখনো আশাবাদী নির্বাচকরা। তবে, কাঁধে সার্জারি করানো অলরাউন্ডার শাদাব খানের না থাকার সম্ভাবনাই বেশি।
পাশাপাশি পেস ডিপার্টমেন্টে শক্তি বাড়ানোর জন্য বাংলাদেশ সিরিজে ভালো পারফর্ম করা সালমান মির্জাকে রাখা হতে পারে এশিয়া কাপের দলে।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের অন্য দলটি হলো- আফগানিস্তান। এই সিরিজটি শুরু হবে ২৯ আগস্ট। আর এশিয়া কাপ শুরু ৯ সেপ্টেম্বর থেকে। যেখানে পাকিস্তানের টুর্নামেন্ট শুরু হবে ১৪ সেপ্টেম্বর, ওমানের বিপক্ষে।
সূত্র : জিও নিউজ ও এক্সপ্রেস নিউজ