যুগান্তর
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

এক ম্যাচ খেলতে যাওয়া-আসা মিলিয়ে ভ্রমণ প্রায় ২১ হাজার মাইল। দ্য হান্ড্রেডের ফাইনালের আগে অ্যাডাম জাম্পাকে নিয়ে ছিল তোলপাড়। ভালো বোলিং করেই অস্ট্রেলিয়ার এই লেগ-স্পিনার প্রমাণ করলেন যৌক্তিকতা। ফাইনালের নায়ক অবশ্য আরেক লেগ স্পিনার। যার জন্ম অস্ট্রেলিয়ায়; কিন্তু এখন তিনি ইংল্যান্ডের। দারুণ বোলিংয়ে পার্থক্য গড়ে দিলেন নাথান সাউটার। আবারও শিরোপা জিতল ওভাল ইনভিন্সিবলস। দ্য হান্ড্রেডের রবিবাসরীয় ফাইনালে ট্রেন্ট রকেটসকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওভাল ইনভিন্সিবলস।
আরও পড়ুন