Advertisement

টাইগারদের পরখ করে দেখতে চায় ডাচরা!

যুগান্তর

প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

এ মাসেই আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে নিজেদের প্রস্তুতি জোরদারে এক যুগ পর নেদারল্যান্ডসকে ডেকে আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

কিন্তু তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ডাচদের বিপক্ষে হেরে যাওয়ার শঙ্কায়! তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে টস জিতেও ব্যাটিং নেয়নি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল।

অথচ সিরিজ শুরুর আগে লিটন দাস সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমরা টি-টোয়েন্টি ম্যাচে ২০০-২৫০ রান করার অভ্যাগ গড়তে চাই। যদি তাই হতো তাহলে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে নিজেদের প্রস্তুতি ঝালাই করে দেখতে পারতেন টাইগাররা। কিন্তু তারা হেরে যাওয়ার ভয়ে তা করেননি!

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এই ম্যাচে টস হেরে যায় বাংলাদেশ।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ডাচরা। তারা হয়তো দেখতে চায় বাংলাদেশ কথার ফুলঝুরিতে ওস্তাদ নাকি পারদর্শীতায়! তারা সিরিজ শুরুর আগে রানের বন্যা বইয়ে দেওয়ার যে ঘোষণা দিয়েছিল, আজ দেখব তারা কেমন ব্যাটিং করে, হয়তো এমনটি ভাবছে নেদারল্যান্ডস!

Lading . . .