Advertisement

বাংলাদেশকে মানসম্পন্ন দল বলছেন হংকং কোচ

চ্যানেল আই

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা শুরু হবে বৃহস্পতিবার থেকে। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। আসরের উদ্বোধনী ম্যাচ খেলা হংকং বাংলাদেশকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলটির কোচ বাংলাদেশকে সমীহ করে বলছেন, তারা মানসম্পন্ন দল।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হংকংয়ের কোচ কুশল সিলভা বলেছেন, ‘বাংলাদেশের ভালো স্পিনার আছে, ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। তারা খুব মানসম্পন্ন দল। কিন্তু আবারও আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তার উপর আমাদের কাজ করতে হবে এবং পরের খেলায় আমরা যে জিনিসগুলো ভালো করতে পারি সেগুলোর উপর কাজ করতে হবে।’

‘আমরা খুব বেশি দূরের কথা ভাবছি না। অবশ্যই বাংলাদেশ একটি মানসম্পন্ন দল। তাই আমাদের নিশ্চিত করতে হবে যে, আমরা যদি মানসম্পন্ন ক্রিকেট খেলি এবং তিনটি বিভাগেই ভালো করি এবং দেখি আমরা কোথায় শেষ করতে পারি।’

বাংলাদেশের বিপক্ষে জিততে হলে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে হবে বলে মনে করেন হংকংয়ের কোচ। আগামীকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচ। খেলা হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

Lading . . .