প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

ত্রিনিদাদ ও টোবাগোর তারোবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ে ফেললেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে নতুন মাইলফলক গড়লেন। এক ম্যাচেই গড়লেন দুটো বিশ্বরেকর্ড।
এদিন তিনি ৮ ওভারে ৫১ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। তাতেই তিনি পুরুষদের ওয়ানডেতে (আইসিসির ফুল মেম্বার দেশগুলোর মধ্যে) সেরা স্ট্রাইক রেটের রেকর্ডের মালিক হয়ে গেছেন। এখন তার স্ট্রাইক রেট ২৫.৪। এর আগে এই রেকর্ড ছিল মোহাম্মদ শামির দখলে। তার স্ট্রাইক রেট ছিল ২৫.৮।
শুধু স্ট্রাইক রেট নয়, শাহীন আরও এক বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন। প্রথম ৬৫ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা এখন ১৩১, যা এই পর্যায়ে কোনো বোলারের সর্বোচ্চ।
এর আগে মিচেল স্টার্ক ও রশিদ খান ১২৯ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। গড়ে প্রতি ম্যাচে দুইয়ের বেশি উইকেট পাওয়া এই তালিকায় একমাত্র বোলারও তিনি।
সে ম্যাচে পাকিস্তান টস জিতে প্রথমে ফিল্ডিং নেয়। ওয়েস্ট ইন্ডিজ ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২৮০ রান করে। এভিন লুইস ৬০, শাই হোপ ৫৫ এবং রোস্টন চেজ ৫৩ রান করেন। শাহীন ৪ উইকেটের পাশাপাশি নাসিম শাহ নেন ৩ উইকেট।
জবাবে পাকিস্তান ৪৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। বাবর আজম করেন ৪৭, মোহাম্মদ রিজওয়ান ৫৩, আর ম্যাচসেরা হাসান নওয়াজ ৫৪ বলে অপরাজিত ৬৩ রান করেন। হুসেইন তালাতও অপরাজিত থাকেন ৪১ রানে। একসময় ১৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়লেও নওয়াজ ও তালাত জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে।