Advertisement

‘ছোট’ সেহওয়াগ জানান দিলেন, বাবার মতো ত্রাস ছড়াতে আসছেন তিনিও

যুগান্তর

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

দিল্লি প্রিমিয়ার লিগে (ডিপিএল) বুধবার (২৭ আগস্ট) আলোচনায় উঠে এলেন বীরেন্দ্র সেহওয়াগের ছেলে আর্যবীর সেহওয়াগ। সেন্ট্রাল দিল্লি কিংসের হয়ে ওপেন করতে নেমে ভারতের টেস্ট দলে খেলা ফাস্ট বোলার নবদীপ সাইনি’র বিরুদ্ধে টানা দুটি চার মেরে নজর কাড়েন ১৭ বছর বয়সী এই ব্যাটার।

শুরুতে সাবধানী ব্যাটিং করে প্রথম চার বলে মাত্র ১ রান করেছিলেন আর্যবীর। তবে তৃতীয় ওভারে সাইনি’র করা টানা দুই ডেলিভারিকে বাউন্ডারির বাইরে পাঠান তিনি। প্রথমে কভার দিয়ে বলটা বাউন্ডারির বাইরে আছড়ে ফেলতে চেয়েছিলেন, শেষমেশ এক বাউন্সে চার হয় তা। এরপর পা বাড়িয়ে মিড অফ আর এক্সট্রা কভার ফাঁক গলে বল পাঠান সীমানার বাইরে।

শুধু সাইনি নয়, পঞ্চম ওভারে রৌনক ওয়াঘেলার বিরুদ্ধেও টানা দুটি চার মারেন তিনি। তবে সেই একই ওভারের চতুর্থ বলে আউট হয়ে তার ইনিংস শেষ হয়। ১৬ বলে ২২ রানের ঝলক দেখিয়েই সাজঘরে ফেরেন তিনি।

আর্যবীর আউট হওয়ার পর যুগল সাইনি ৫২ রানের দারুণ ইনিংস খেলে দলকে ভরসা দেন। নির্ধারিত ২০ ওভারে সেন্ট্রাল দিল্লি কিংস সংগ্রহ করে ১৫৫ রান ৬ উইকেটে। জবাবে ইস্ট দিল্লি রাইডার্সকে ৯৩ রানে গুটিয়ে দেয় তারা। বল হাতে মানি গ্রেওয়াল ২৩ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের নায়ক হয়ে ওঠেন।

আর্যবীর সেহওয়াগ ভারতের সাবেক অধিনায়ক বীরেন্দ্র সেহওয়াগের বড় ছেলে। বয়সভিত্তিক ক্রিকেটেও তার পারফরম্যান্স চোখে পড়ার মতো। ২০২৫ কুচবিহার ট্রফিতে দিল্লির হয়ে খেলেছিলেন তিনি। চারদিনের ওই টুর্নামেন্টে তার সংগ্রহ ছিল ৪৯৬ রান, গড় ৭০.৮৬ এবং স্ট্রাইক রেট ৭৩.৬৯। ওই আসরে মেঘালয়ের বিপক্ষে ৩০৯ বলে ২৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেই তিনি সবার নজর কাড়েন।

বাবা বীরেন্দর সেহওয়াগ খেলোয়াড়ি জীবনে ছিলেন বোলারদের জন্য মূর্তিমান আতঙ্কের নাম। তার ছেলে এবার এমন ব্যাটিংয়ে জানান দিচ্ছেন, তিনিও আসছেন বোলারদের রাতের ঘুম হারাম করে দিতেই।

Lading . . .