Advertisement

প্রথম হাই-প্রোফাইল ভারতীয় ক্রিকেটার হিসেবে

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

প্রথম হাই-প্রোফাইল ভারতীয় ক্রিকেটার হিসেবে
প্রথম হাই-প্রোফাইল ভারতীয় ক্রিকেটার হিসেবে

অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন আসন্ন বিগ ব্যাশ লিগে (বিবিএল) সিডনি থান্ডারে যোগ দিতে যাচ্ছেন। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে অবসর নিয়েছেন। ফলে তিনি প্রথম হাই-প্রোফাইল ভারতীয় ক্রিকেটার হিসেবে বিবিএলে নাম লেখাতে চলেছেন। এ খবর জানিয়েছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম ফক্স স্পোর্টস।

সিডনি থান্ডার ফ্র্যাঞ্চাইজি শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে। জানুয়ারির ৪ তারিখে আইএল টি-টোয়েন্টি নিলাম শেষে অশ্বিন বিবিএলের বাকি অংশে থান্ডারের হয়ে খেলবেন। এবারের আসর চলবে ১৪ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ ব্যক্তিগতভাবে অশ্বিনের সঙ্গে যোগাযোগ করেন তার অংশগ্রহণ নিশ্চিত করতে। তবে যেহেতু অশ্বিন বিবিএলের বিদেশি খেলোয়াড়দের ড্রাফটে নাম দেননি, তাই ক্রিকেট অস্ট্রেলিয়াকে তাকে বিশেষ ছাড় দিতে হবে।

এর আগে ২০২২ সালে মার্টিন গাপটিলকেও অনুরূপ ছাড় দিয়ে মেলবোর্ন রেনেগেডসে খেলতে অনুমতি দেওয়া হয়েছিল।

গত ডিসেম্বর অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। তিনি ভারতের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি—৫৩৭ উইকেট নিয়ে, কেবল অনিল কুম্বলের (৬১৯) পেছনে।

আইপিএলে তিনি খেলেছেন ২২১ ম্যাচ, নিয়েছেন ১৮৭ উইকেট। সেরা বোলিং ফিগার ৪/৩৪। ব্যাট হাতে করেছেন ৮৩৩ রান, সর্বোচ্চ ইনিংস ৫০ রানের।

এমএইচএম

আরও পড়ুন

Lading . . .