নেওয়াজের হ্যাটট্রিক, আফগানিস্তানকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনালে পূঁজিটা খুব একটা বেশি ছিল না পাকিস্তানের। আফগানিস্তানের স্পিন সামলে ১৪১ রানের সংগ্রহ গড়েছিল দলটি। এরপর ম্যাচের পার্থক্যটা গড়ে দিলেন মোহাম্মদ নেওয়াজ। হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার করেছেন পাকিস্তান অফস্পিনার। তাতে আফগান ব্যাটিং ধসিয়ে বড় জয়ে সিরিজের শিরোপা জিতল পাকিস্তান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার ফাইনালে আফগানদের ৭৫ রানে হারিয়েছে পাকিস্তান। টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৪১ রান তোলে পাকিস্তান। জবাবে নেমে ১৫.৫ ওভারে গুটিয়ে যায় ৬৬ রানে ।
ষষ্ঠ ও অষ্টম ওভার মিলিয়ে হ্যাটট্রিক করেন মোহাম্মদ নেওয়াজ। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে দারবিশ রাসুলিকে ফেরান, পরের বলে আউট করেন আজমতউল্লাহ ওমরজাইকে। এরপর অষ্টম ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। অষ্টম ওভারে চতুর্থ বলে কারিম জানাতকে চতুর্থ শিকার বানানোর পর রাশিদ খানকে পঞ্চম শিকার বানান নেওয়াজ।
টি-টুয়েন্টিতে পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেন নেওয়াজ। চার ওভারে এক মেডেনসহ ১৯ রানে ৫ উইকেট নেন পাকিস্তান অলরাউন্ডার। এর আগে ব্যাট হাতে ২ ছক্কায় ২১ বলে ২৫ রান করেন। অলরাউন্ড নৈপুন্যে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন।
নেওয়াজের ক্যারিয়ারসেরা বোলিংও এটি। এর আগে ৫ রানে ৩ উইকেট ছিল তার ক্যারিয়ারসেরা।
রানতাড়ায় আফগানদের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন রশিদ খান। ১৩ রান করেন সেদিকউল্লাহ অটল। বাকিদের কেউ ৯ রানের বেশি করতে পারেননি। ৯ রান করেন ইব্রাহিম জাদরান।
নেওয়াজের ফাইফারের দিনে আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম ২টি করে উইকেট নেন।
এর আগে পাকিস্তান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৭ রান করেন ফখর জামান। নেওয়াজ ২৫, সালমান আঘা ২৪ এবং সাইম আইয়ুব ১৭ রান করেন। ফাহিম আশরাফ ও হাসান নাওয়াজ ১৫ রান করে করেন।
আফগান স্পিনার রশিদ খান তিন উইকেট নেন। নূর আহমেদ ও ফজলহক ফারুকি নেন দুটি করে উইকেট।