Advertisement

ফিটনেস টেস্টে সবার সেরা নাহিদ রানা ও তানজিম সাকিব

নয়াদিগন্ত

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

জাতীয় দলের ক্রিকেটার নাহিদ রানা |ইন্টারনেট
জাতীয় দলের ক্রিকেটার নাহিদ রানা |ইন্টারনেট

এশিয়া কাপ মাঠে গড়ানোর এখনো মাসখানেক বাকি, তবে এর মাঝেই প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ। যে ধারাবাহিকতায় রোববার অনুশীলনে নামে টাইগাররা, দেন ফিটনেস টেস্ট।

গত বুধবার (৬ আগস্ট) থেকে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। তারই অংশ হিসেবে আজ রোববার গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে ফিটনেস টেস্ট দিলেন ক্রিকেটাররা।

সকাল ৬টার দিকে শুরু হওয়া ফিটনেস টেস্ট চলেছে সাড়ে ৮টা পর্যন্ত। দু’ভাগে ভাগ হয়ে ফিটনেস টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা। যার দেখভাল করছেন ট্রেনার নাথান কেলি।

শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা সিরিজ খেলার পর দিনকয়েকের বিশ্রাম পেয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। এশিয়া কাপ সামনে রেখে ফের ব্যস্ততা শুরু হয়েছে জাতীয় দলের।

এদিন মাঠে এসে কিছুক্ষণ ওয়ার্মআপ করে ট্র্যাকে ১ হাজার ৬০০ মিটার কোনো ধরণের বিরতি ছাড়া দৌড়াতে হয়েছে তাদের। প্রথম ভাগে ১১জন ও দ্বিতীয় ভাগে ১৫ ক্রিকেটার এই দৌড়ে অংশ নেন।

প্রথম ভাগে ৫ মিনিট ৩১ সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম হয়েছেন পেসার নাহিদ রানা। যেখানে নাহিদের পরে আছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও অভিজ্ঞ মুশফিকুর রহিম।

আর দ্বিতীয় ভাগে প্রথম হয়েছেন আরেক পেসার তানজিম সাকিব। ৫ মিনিট ৫৩ সেকেন্ডে দৌড় শেষ করেছেন তিনি। যেখানে তার পরে আছেন শাহাদাত হোসেন দিপু ও পারভেজ হোসেন ইমন।

এদিন ফিটনেস টেস্টে অংশ নিয়েছেন এশিয়া কাপের স্কোয়াডে না থাকা সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, হাসান মুরাদ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, অমিত হাসান ও পেসার এনামুল হক।

টেস্টে অংশ নেয়াদের প্রায় সবাই সন্তোষজনকভাবেই উতরে গেছেন। তবে এদিন টেস্টে অংশ নেননি টি-টোয়েন্টির অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়। ছুটি কাটাচ্ছেন তারা।

ছিলেন না নুরুল হাসান সোহান, নাঈম শেখসহ এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে থাকা আরো চার ক্রিকেটার। তারা টপ এন্ড টি-টোয়েন্টিতে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গেছেন।

এশিয়া কাপের এই অনুশীলন ক্যাম্প চলবে ১৪ আগস্ট পর্যন্ত। এরপর দিনকয়েক বিরতি দিয়ে ২০ তারিখ থেকে সিলেটে ক্যাম্প করবে টাইগাররা। সেখানেই গড়াবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ।

Lading . . .