Advertisement

সাইফের অলরাউন্ড নৈপুণ্যে দারুণ জয় টাইগারদের

চ্যানেল আই

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

জবাবে নেমে ২ উইকেট হারিয়ে ৩৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

তাসকিনের ৪ উইকেট, লিটনের ফিফটি, সিলেটে সহজ জয় বাংলাদেশের

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
টস- বাংলাদেশ (ফিল্ডিং)
নেদারল্যান্ডস-১৩৬/৮ (২০)
তেজা নিদামানুরু-২৬ (২৬), ম্যাক্স ও’ডাউড-২৩ (১৫), টিম প্রিঙ্গেল-১৬* (১৪)
তাসকিন-৪/২৮, সাইফ-২/১৮

বাংলাদেশ-১৩৮/২ (১৩.৩)
লিটন-৫৪* (২৯), সাইফ-৩৬* (১৯), তানজিদ-২৯ (২৪)
আরিয়ান-১/৩০, বিক্রমজিৎ-১/১৪

৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয় বাংলাদেশের
১৪তম ওভারের প্রথম বলে ২ রান আদায় করে নেন সাইফ হাসান। পরের দুই বলে বিক্রমজিৎকে ছক্কা হাঁকান। তাতে ৩৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে টিম টাইগার্স।

লিটনের ৫০, বাংলাদেশের ১০১/২
ক্যারিয়ারের ১৩তম টি-টুয়েন্টি ফিফটি পূর্ণ করলেন লিটন দাস। ২৬ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কার মার।

তানজিদ ফিরলেন, বাংলাদেশ-৯২/২
দশম ওভারের প্রথম বলে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। টিম প্রিঙ্গেলের বলে ম্যাক্স ও’ডাউডের হাতে ক্যাচ দেন তানজিদ। ২৪ বলে ২৯ রান করেন তানজিদ।

পাওয়ার প্লেতে বাংলাদেশের ৬৫/১
লিটন-তানজিদের ব্যাটে ছুটছে বাংলাদেশ। লিটন ১৬ বলে ২৯ রান এবং তানজিদ ১৭ বলে ১৯ রানে ব্যাট করছেন।

৫০ পেরিয়ে বাংলাদশ
৫.২ ওভারে পঞ্চাশের ঘর পেরিয়েছে বাংলাদেশ। ১ উইকেট হারিয়ে ৫১ রান টাইগারদের। লিটন ১১ বলে ২২ রান এবং তানজিদ ১২ বলে ১২ রানে ব্যাট করছেন।

ইমনকে ফেরালেন আরিয়ান দত্ত
তৃতীয় ওভারে ২৬ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। ডাচ স্পিনারের কুইকারে বোল্ড হয়ে যান পারভেজ ইমন। ৯ বলে ১৫ রান করেন টাইগার ওপেনার।

ইমনের ঝড়ো শুরু
৪-৪-৬, ইনিংসের প্রথম ৩ বলে ১৪ রান আদায় করলেন পারভেজ হোসেন ইমন। আরিয়ান দত্ত অবশ্য পরের ৩ বল ডট আদায় করে নিয়েছেন।

দুবছর পর দলে ফিরে ভালো করেছেন সাইফ হাসান, নিয়েছেন ২ উইকেট।

তাসকিনের ৪ উইকেট, জিততে বাংলাদেশের চাই ১৩৭

সংক্ষিপ্ত স্কোর:
টস- বাংলাদেশ (ফিল্ডিং)
নেদারল্যান্ডস-১৩৬/৮
তেজা নিদামানুরু-২৬ (২৬), ম্যাক্স ও’ডাউড-২৩ (১৫), টিম প্রিঙ্গেল-১৬* (১৪)
তাসকিন-৪/২৮, সাইফ-২/১৮

নেদারল্যান্ডসকে ১৩৬ রানে আটকাল বাংলাদেশ
তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে ডাচদের ১৩৬ রানে থামিয়েছে টিম টাইগার্স। তাসকিন নিয়েছেন ৪ উইকেট।

তাসকিনের ৪ উইকেট
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তৃতীয়বার ৪ উইকেট পেলেন তাসকিন আহমেদ। ১৮তম ওভারে নিজের শেষ ওভারে নোয়া ক্রসকে ফিরিয়ে চতুর্থ উইকেট তুলে নেন টাইগার পেসার। ৪ ওভারে ২৮ রান খরচ করেন তিনি।

এর আগে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে চার উইকেট করে নিয়েছিলেন তাসকিন।

তাসকিনে চতুর্থ শিকার নোয়া ক্রস
আরও একটি সাফল্য তাসকিনের। নিজের শেষ ওভার করতে এসে ফেরালেন নোয়া ক্রসকে। ১০৯ রানে ৭ উইকেট হারাল সফরকারী দল।

তাসকিনের দ্বিতীয় শিকার কেলিন
১৬তম ওভারে দ্বিতীয় শিকার তুলে নিলেন তাসকিন। টাইগার পেসারের বলে হৃদয়ের হাতে ক্যাচ দেন কাইল ক্লেইন। ১২ বলে ৯ রান করেন।

নেদারল্যান্ডস-১০০/৫
১৫.২ ওভারে শতরান পূর্ণ করেছে নেদারল্যান্ডস। নোয়া ক্রোস ৬ রানে এবং কাইল ক্লেইন ৯ রানে ব্যাট করেন।

শারিজকে ফেরালেন মোস্তাফিজ
১৩তম ওভারের পঞ্চম বলে বাংলাদেশকে পঞ্চম শিকার এনে দিলেন মোস্তাফিজুর রহমান। টাইগার পেসারের ব্যাক লেন্থের ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন শারিজ। টপএজ হয়ে ধরা পড়েন জাকেরের হাতে। ৮৬ রানে ৫ উইকেট হারাল ডাচরা। শারিজ ১৪ বলে ১৫ রান করেন।

সাইফের আরও এক, ফেরালেন নিদামানুরুকে
দশম ওভারে বাংলাদেশকে চতুর্থ সাফল্য এনে দিলেন সাইফ হাসান। ফেরান তেজা নিদামানুরুকে। তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দেয়ার আগে ২৬ বলে ২৬ রান করেন এই ব্যাটার।
নিজের প্রথম স্পেলে এসেই দুই শিকার তুলে নিলেন সাইফ। এর আগে ফেরান স্কট অ্যাডওয়ার্ডসকে। ৬৮ রানে চতুর্থ উইকেট হারাল নেদারল্যান্ডস।

স্টাম্পিংয়ের সুযোগ হারালেন লিটন
সাইফের পঞ্চম বলে নতুন ব্যাটার শারিজ আহমেদ বেরিয়ে খেলতে চেয়েছিলেন। মিস করে বসেন লিটনের সামনে সুযোগ ছিল স্টাম্পিং করার। তবে ব্যর্থ হন।

এডওয়ার্ডসকে ফেরালেন সাইফ হাসান
প্রায় দুবছর পর একাদশে সুযোগ পেয়েছেন সাইফ হাসান। টাইগার অলরাউন্ডারকে দশম ওভারে বলে আনেন লিটন দাস। চতুর্থ বলে বাংলাদেশকে সাফল্য এনে দিলেন। জাকেরের ক্যাচ বানিয়ে ফেরালেন স্কট এডওয়ার্ডসকে। ৭ বলে ১২ রান করেন।

৫০ পেরিয়ে নেদারল্যান্ডস
নবম ওভারের প্রথম বলে ৫০ পেরিয়েছে নেদারল্যান্ডস। ৮.১ ওভারে তাদের সংগ্রহ-৫২/২
তেজা নিদামানুরু ২০ এবং স্কট এডওয়ার্ডস ৪ রানে ব্যাট করছেন।

তাসকিনের আরও একটি উইকেট, ফেরালেন বিক্রমজিৎকে
অষ্টম ওভারে নিজের দ্বিতীয় স্পেলে আসেন তাসকিন। এবারও প্রথম বলে উইকেট তুলে নিলেন টাইগার পেসার। তাসকিনের শর্ট লেন্থের বল পুল করে লংঅনে উড়িয়ে মারেন। সেখানে থাকা ইমনের হাতে ধরা পড়েন। ১১ বলে ৪ রান করেন। ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারাল নেদারল্যান্ডস।

পাওয়ার প্লে শেষে ডাচদের সংগ্রহ ৩৪/১

এসেই উইকেট এনে দিলেন তাসকিন
ঝড়ো শুরু করেছিলেন ম্যাক্স ও’ডাউড। চতুর্থ ওভারে প্রথমবার বলে এসেই ডাচ ওপেনারকে ফেরালেন তাসকিন আহমেদ। টাইগার পেসারের গুড লেন্থের ডেলিভারে নিচু করে খেলতে চেয়েছিলেন ম্যাক্স। এজ হয়ে ধরা পড়েন জাকের আলি অনিকের হাতে। ২৫ রানে প্রথম উইকেট হারাল নেদারল্যান্ডস। ৩ চার ও এক ছক্কায় ১৫ বলে ২৩ রান করেন

খরুচে ওভার শরিফুলের
প্রথম ওভারে শেখ মেহেদী নিয়ন্ত্রিত বোলিং করলেও দ্বিতীয় ওভারে হাত খুলে দিয়েছেন শরিফুল ইসলাম। এই ওভারে ১৩ রান আদায় করেছেন ম্যাক্স ও’ডাউড, ছিল তিনটি চারের মার।

শেখ মেহেদীতে নিয়ন্ত্রিত শুরু বাংলাদেশের
ডাচদের বিপক্ষে স্পিনে শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভারে ৩ রান দিয়েছেন শেখ মেহেদী হাসান।

শামীম নেই, সাইফ একাদশে
লম্বা সময় পর একাদশে সুযোগ পেয়েছেন সাইফ হাসান। শামীম পাটোয়ারি পুরোপুরি ফিট না থাকায় এই ব্যাটিং অলরাউন্ডারের সুযোগ মিলেছে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন।

নেদারল্যান্ডসকে ব্যাটে পাঠাল বাংলাদেশ
টসে হেরে আগে বোলিংয়ের সিন্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, এখনও পুরোপুরি ফিট নন শামীম।

প্রথম ম্যাচে শামীমের খেলা নিয়ে ধোঁয়াশা

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজটি আয়োজন করা হলেও আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে গড়াতে চলা টুর্নামেন্ট নিয়ে ভাবছে না টিম টাইগার্স।

এশিয়া কাপ নয়, সিমন্সের ভাবনায় কেবল নেদারল্যান্ডস সিরিজ

নেদারল্যান্ডসকে সমীহের চোখে দেখেছেন না তিনি। তার মতে, অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে হারলেও সমালোচনা হয়।

‘ভালো না খেললে সমালোচনা হবেই’

Lading . . .