Advertisement

মোস্তাফিজকে ঘিরে বাড়ছে কৌশলগত প্রস্তুতি

নয়াদিগন্ত

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

মোস্তাফিজকে ঘিরে বাড়ছে কৌশলগত প্রস্তুতি |সংগৃহীত
মোস্তাফিজকে ঘিরে বাড়ছে কৌশলগত প্রস্তুতি |সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ দুবাইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত।

আজ বুধবার রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিমত্তা ও পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ভারতীয় শিবিরে আত্মতুষ্টি নেই, বরং বাংলাদেশকে সমীহ করছে তারা।

ভারতীয় দলের কোচ রায়ান টেন ডেসকাট ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বাংলাদেশকে সম্মান করি। তারা টি-টোয়েন্টিতে নতুন একটি ধরন আত্মস্থ করেছে। শুরুর দিকে কয়েকজন আক্রমণাত্মক ব্যাটসম্যান রয়েছে, আমরা চ্যালেঞ্জের দিকেই তাকিয়ে আছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের নীতি হচ্ছে সবাইকে সম্মান করো, কাউকে ভয় পেয়ো না। পাকিস্তানের বিপক্ষে আমরা পুরোটা ভালো খেলতে পারিনি, ওই পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নই।’

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরেও বাড়ছে ভারতের কৌশলগত প্রস্তুতি। এশিয়া কাপে এখন পর্যন্ত চার ম্যাচে সাত উইকেট নিয়ে দারুণ ছন্দে রয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচেও ছিলেন স্বরূপে।

ডেসকাট বলেন, ‘মোস্তাফিজ একজন চ্যাম্পিয়ন, সে অনেকদিন ধরে খেলছে, খুব দক্ষ একজন বোলার। আমরা জানি সে কী ধরনের দক্ষতা নিয়ে আসে। কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে এত দীর্ঘ সময় ধরে ভালো করে এবং আইপিএলেও ভালো পারফর্ম করে, সেটা অবশ্যই প্রশংসনীয়।’

Lading . . .